সিভিল ভলেন্টিয়ার দিয়ে আর টাকা তুলতে পারবে না পুলিশ নির্দেশ মমতার

বাংলাহান্ট- সাম্প্রতিক রাজ্যের একাধিক অভিযোগের ভিত্তিতে গতকাল দীঘা প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন একাধিক অভিযোগ এসেছে পুলিশ সিভিল ভলেন্টিয়ার দিয়ে বিনা কারণে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে, যা মানুষের কাছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়াচ্ছে, তিনি নির্দেশ দেন বিনা কারণে যাতে কোনো রকম সাধারণ মানুষের কাছ থেকে টাকা না তোলা হয় কিন্তু যারা দোষী এবং যারা আইন মানবেন না তাদের কাছ থেকে জরিমানা নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্ট কারণ একাধিক সময় দেখা যায় পুলিশের বদলি সিভিক ভলেন্টিয়ার অতি সক্রিয় হয় যেভাবে হেনস্তা করে তাতে কিছুটা হলেও বিরক্ত সাধারণ নাগরিকরা ছোট ছোট কারণে তারা বিপুল টাকা জরিমানা করে এর ফলে সাধারণ মানুষের তীব্র যন্ত্রণার মধ্যে পড়তে হয়। সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিলেনimage6989e36c bc2e 4998 9d85 a28b35d59755

পুলিশকে কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে এর ফলে যারা গাড়ি চালাবে তাদের পক্ষেও কিছুটা স্বস্তি কর পরিবেশ হবে এবং পুলিশ সিভিল ভলেন্টিয়ার দিয়ে টাকা ছিল সেটাও আইনের চোখে কার্যত দোষী তাও কিছুটা

নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। একাধিকবার বিজেপি দাবি করেছে যে সিভিক ভলেন্টিয়ার থেকে গাড়ি থামিয়ে বিপুল পরিমাণ টাকা তোলে,IMG 20190820 WA0224

এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক অনির্দিষ্টকালের সংগঠন তারা দাবি করেছে বিপুল পরিমাণে রাস্তায় জুলুম করছে পুলিশ তার ফলে তাদের গাড়ি চালানোর হয়ে উঠছে না তাই তারা বন্ধের হুমকি দিয়েছে।

এই বন্ধের ফলে কলকাতা এবং শহরতলী বিপুল পরিমাণে খাদ্যের যোগান কমছে কাঁচামালের তার ফলে সাধারণ মানুষের উপর আবার করের বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর এখন সচেতন হয় কিনা পুলিশ সেই দিকেই তাকিয়ে মানুষ৷


Udayan Biswas

সম্পর্কিত খবর