‘জনতার আদালতের মানে…’! প্রধান বিচারপতি যা বললেন … তুমুল শোরগোল দেশে!

বাংলা হান্ট ডেস্কঃ জনতার আদালত মানে বিরোধী দলের ভূমিকা পালন করা নয়। শনিবার গোয়ায় সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত একটি সম্মেলনে এই বার্তা দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। তিনি বলেন, সুপ্রিম কোর্ট জনতার আদালত এবং আমি মনে করি আদালতের চোখেই সর্বোচ্চ আদালতকে দেখা উচিত।

  • সুপ্রিম কোর্ট নিয়ে বড় বার্তা সিজেআই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud)

গতকাল গোয়ায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। সেখানেই তিনি বলেন, ‘গত ৭৫ বছরে আস্তে আস্তে শীর্ষ আদালত বিকশিত হয়েছে। সেখানে এমন কিছু বদল এসেছে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়’।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) বলেন, ‘সময়ের সঙ্গে সমাজ আরও বড় হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। এর ফলে এমন ধারণা তৈরি হতেই পারে যে আদালত স্রেফ বড় ব্যাপারগুলিকে গুরুত্ব দেবে। তবে আমাদের বিচারব্যবস্থা তেমন নয়। আমাদের আদালত জনতার আদালত। আমার মনে হয়, আদালতের নজরেই সর্বোচ্চ আদালতকে দেখা উচিত’।

আরও পড়ুনঃ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ? পুরসভার চিকিৎসক এবার যা করলেন … এক পদক্ষেপে তোলপাড়!

এরপরেই সিজেআই (Chief Justice of India) চন্দ্রচূড় বলেন, ‘জনতার আদালতে মানে এটা নয় যে আমরা সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করব। আমার মনে হয়, এখনকার পরিস্থিতি এমন একটা বিভাজনের মধ্যে আটকে গিয়েছে যেখানে কোর্ট যখন এক পক্ষে রায় ঘোষণা করে তখন কোর্টের সুনাম হয় এবং অন্য পক্ষে রায় দিলে কোর্টের বদনাম করা হয়। এটা ভীষণ বিপজ্জনক একটা প্রবৃত্তি’।

Supreme Court CJI DY Chandrachud

সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বলেন, যে কোনও ব্যক্তিগত মামলায় যুক্তি এবং বিবাচনার প্রেক্ষিতে রায়দান করা হয়। ফলে সেই রায় একজনের পক্ষে অথবা বিপক্ষে যেতে পারে। এমনকি আদালতের সমালোচনা নিয়েও মুখ খোলেন সিজেআই চন্দ্রচূড়।

প্রধান বিচারপতির (CJI DY Chandrachud) কথায়, ‘আমি এটা বলতেই পারি, সমালোচনায় বিচারপতিদের কোনও অসুবিধা নেই। তবে যখন দেখা যায় কোর্টের রায় একটি বিশেষ পথে এগোচ্ছে এবং তখন সমালোচনা শুরু হচ্ছে তখনই সমস্যা হয়। কারণ আদালতের রায় একটি পক্ষের বিরুদ্ধে যাচ্ছে’। বিগত কয়েক বছরে বিচার ব্যবস্থায় কী কী পরিবর্তন এসেছে এরপর সেই নিয়েও কথা বলেন তিনি। আদালতে উপস্থিত নির্দিষ্ট কয়েকজন মানুষ নন, বরং বর্তমান সময়ে আঙুলের এক ছোঁয়ায় কোটি কোটি মানুষের কাছে আমরা পৌঁছে যাই বলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর