বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট (Loksabha Election)। এই নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারী মাসে লক্ষীর ভাণ্ডারের ভাতা দ্বিগুন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বাজেটের ঘোষণা অনুযায়ী চলতি এপ্রিল মাস থেকেই লক্ষীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) বর্ধিত ভাতা মা-বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। তবে এরই মধ্যে এবার শোনা যাচ্ছে আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আসলে এই ভবিষ্যদ্বাণী করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন বিজেপি নেত্রী।
বঙ্গ শাসকদল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পর মধ্যে একটি হল লক্ষীর ভাণ্ডার। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। যার মাধ্যমে বাংলার মা-বোনেদের হাতে মাস গেলে অর্থসাহায্য তুলে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে দাবি করলেন বিজেপি নেত্রী।
তৃণমূলের অভিযোগ, সোমবার বিজেপি মহিলা মোর্চার এক নেত্রী এমন বিভ্রান্তিমূলক মন্তব্য করছেন। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওই নেত্রীর বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে কড়া সমালোচনা করে বিজেপিকে নারী বিদ্বেষী বলে পাল্টা দিয়েছে শাসকদল। শাসকপক্ষের দাবি, সোমবার কোচবিহারের দিনহাটায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা চলাকালীন বিজেপির মহিলা মোর্চা নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে বলে মন্তব্য করেন।
তৃণমূল তরফে শেয়ার করা ভিডিয়ো’তে বিজেপি নেত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আমরা স্বনির্ভর হতে চাই। এই লোকসভা নির্বাচনে ৩৫টি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এই সরকার ২০২৫ সালের মধ্যে পড়ে যাবে।’
আরও পড়ুন: পুরী হয়ে ফেরার পথে সেতু থেকে উল্টে নীচে পড়ে গেল কলকাতাগামী বাস, মৃত ৫, আহত অন্তত ৩০
পাশাপাশি লক্ষীর ভাণ্ডারকে ভিক্ষার সমান বলেও মন্তব্য করেন ওই বিজেপি নেত্রী। যেখানে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী নিজে বলেছেন বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে সেখানে বিজেপি নেত্রীর এই উল্টো মন্তব্যে উঠছে হাজারো প্রশ্ন।