মহারাষ্ট্র-কর্ণাটক সীমা সংকট নিয়ে বিবাদ শিন্ডে-ফড়নবিসের! বিপাকে জোট সরকার

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র – কর্ণাটকের সীমা সংকটের (Maharashtra Karnataka Border Crisis) উত্তাপ ছড়িয়ে পড়ল সৈকত রাজ্যের বিধানসভাতেও। জানা যাচ্ছে সীমা সংকট মেটাতে নতুন বিল আনার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। এবার এই বিল নিয়েই এক মত হতে পারছেন না মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavish)। এর জেরেই মহারাষ্ট্রের জোট সরকারে নতুন নতুন করে সংকট আসতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

সমস্যা কোথায়? কয়েক দিন আগেই প্রকট হয়ে উঠেছিল মহারাষ্ট্র ও কর্ণাটকের সীমা সংকট। এই পরিস্থিতিতে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্র সরকারের মন্ত্রী শম্ভুরাজ দেশাই নতুন বিল প্রস্তাবের কথা কথা ঘোষণা করেন। এই বিলে বেশ কিছু শর্ত কর্ণাটকের বিরুদ্ধে রাখা হয়েছে। সমস্যা এখানেই। ঘটনাচক্রে কর্ণাটকেরও রয়েছে বিজেপি শাসিত সরকার। পরের বছরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তাই ভোটের আগে কর্ণাটকের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ করতে রাজি নন দেবেন্দ্র ফড়নবিস। এরপরই শুরু হয় শিন্ডে – ফড়নবিসের ঠান্ডা লড়াই।

maharshtra
মহারাষ্ট্র-কর্ণাটকের সীমা সংকট

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, মহারাষ্ট্র বিধানসভায় সীমা সংকট নিয়ে আনা বিলের কথা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই বিল নিয়ে সম্পূর্ণ বিরোধিতা করছে বিজেপি নেতৃত্ব। দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বে বিজেপির মন্ত্রী এবং বিধায়করা এই বিলের বিরুদ্ধে যেতে পারেন বলে জানা যাচ্ছে। আগামী বছরই কর্ণাটক বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে কিছুতেই সেখানের সরকারকে বিপাকে নারাজ পদ্ম শিবির।

একনাথ শিন্ডের অনুগামী নেতারা জানান, মুখ্যমন্ত্রী বিধানসভায় এই বিলের বিষয়ে ঘোষণা করতে চান। এই সিদ্ধান্তের বিরোধিতা করছে উদ্ধব ঠাকরের লোকজন। এমনকি বিধানসভায় মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিসের ক্ষমতার তুলনাও করে বিরোধরা। এরপরই সংকটে পড়ে মহারাষ্ট্রের জোট সরকার।

Sudipto

সম্পর্কিত খবর