‘চুপ করে বসে না থেকে কি সকলের চাকরি খাবেন?’, তুঙ্গে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত! চাঞ্চল্য রাজ্য জুড়ে

বাংলা হান্ট ডেস্ক : এবার কি রাজ্যপালের (Governor of West Bengal) সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত লাগা শুধু সময়ের অপেক্ষা? রাজ্যের সাংবিধানিক বা শৃঙ্খলারক্ষার সংকট হলে ‘শেক্সপিয়রের হ্যামলেটে’র মতো চুপ করে থাকবেন না রাজ্যপাল। সোমবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)।

রাজ্যপালের এই মন্তব্যের পরই ক্ষোভ করলেন মুখ্যমমন্ত্রী (Mamata Banerjee)। নবান্ন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর পালটা প্রশ্ন, চুপচাপ বসে থাকবেন না তো কি সকলের চাকরি খাবেন?’ এদিনও আবারও তিনি সামনে আনেন আচার্য বিলের প্রসঙ্গ।

mamata annada bose

সাম্প্রতিক কিছু ঘটনায় নবান্ন-রাজভবনের সম্পর্ক শীতল হয়েছে। রাজ্যেরর একাধিক ইস্যুতে কড়া অবস্থান নিয়েছেন রাজ্যপাল। একাধিক বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে যাচ্ছেন তিনি। উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের খরচের হিসেবও চান। এর পরই এদিন কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রীও।

মমতা বলেন কথায়, ‘চেয়ারটা সম্মানের। কিন্তু দফতর চালায় উচ্চ শিক্ষাদফতর। আমিও মাথা ঘামাই না। একথা আমিও বলতে পারি না, আমার কথা না শুনলে ব্যবস্থা নেব। মনে রাখতে হবে সকলের একটা সীমা রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের থাকা নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। পুরনো আইন নিয়ে মমতা বলেন, ‘তখন রাজ্যে ১২টা বিশ্ববিদ্যালয় ছিল। তাই এই নিয়ম তৈরি হয়েছিল। এখন যদি বলেন, ৭ দিনের মধ্যে জবাব দিতে হবে, তাহলে উপাচার্যরা কী করবেন? পড়াশোনা করাবেন না কি এসব করবেন?’ রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের খরচের হিসেব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘হিসেব দিতে হলে আমাদের দেবেন। রাজ্য সরকার এমন কিছু করে না যাতে আমাদের উপাচার্যদের কোনও সমস্যা হয়।’


Sudipto

সম্পর্কিত খবর