নরক হয়ে উঠেছে পাকিস্তান! সেনা ও তালিবান পোস্টার টাঙিয়ে প্রকাশ করছে ১ মাসের মানুষ খুনের হিসেব

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে পাকিস্তানের (Pakistan) প্রশাসন। পাক সরকারের সঙ্গে জঙ্গি সংগঠনের লড়াই চলছে পোস্টার ও ভিডিও মাধ্যমে। সে দেশের সরকারের দাবি গত এপ্রিল মাসে ৪৬ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে পাক সেনা। অপরদিকে জঙ্গি গোষ্ঠী তহরিক-ই-তালিবান পাকিস্তানের (Tehreek-e-Taliban Pakistan)দাবি গত মাসে ৭০ জন শত্রু অর্থাৎ পাকিস্তানে নাগরিককে হত্যা করেছে।

পাকিস্তানের আতংকবাদী সংগঠন টিটিপি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে। সেই ভিডওতে সংগঠনের জঙ্গিদের প্রকাশ্যেই দেখিয়েছে টিটিপি। ইদের পরই নেওয়া হবে ব্যবস্থা, এমন দাবি করেছিল পাক সেনা। কিন্তু বাস্তবে দেখা গেল, পাক সেনার ওই মন্তব্যের পাল্টা রীতিমতো হুমকি দিয়েছে তালিবান। পাকিস্তান এমন কিছু পদক্ষেপ করলপ তার ফল ইসলামাবাদকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের তালিবান।

pakistan army

সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান প্রশাসন কয়েক দিন আগে একটি পোস্টার প্রকাশ। যেখানে পাক নাগরিকদের ফলাও করে বলা হয় এপ্রিল মাসে সন্ত্রাসবাদীদের উপর বড় পদক্ষেপ করেছে সেনা। একের পর এক অভিযানে ছত্রভঙ্গ হয়েছে আতংকবাদীরা। ৪৬ জন জঙ্গি নিহত হয়েছে একাধিক অভিযানে। গ্রেফতার হয়েছে ৩০৬ জঙ্গি। শুধু তাই নয়, পাক প্রশাসনের দাবি বিরাট সংখ্যায় হাতিয়ারও নাকি উদ্ধার হয়েছে জঙ্গিদের কাছ থেকে। তছনছ করে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের একাধিক ডেরা।

পাক প্রশাসনের এই দাবিকে ন্যাসাৎ করে দেয় তহেরিক-ই-তালিবান পাকিস্তান। তাদের দাবি সম্পূর্ণ মিথ্যা বলছে পাক সেনা। পাল্টা পোস্টার প্রকাশ করে টিটিপি-র দাবি, এপ্রিল মাসে তারা অনেক বেশি হামলা চালিয়েছে। এই হামলাগুলিতে মানুষের মৃত্যুর সংখ্যাও অনেক বেশি।

টিটিপি এই পোস্টারে দাবি করে, গত মাসে মোট ৪৮টি হামলা করেছে তারা। এই হামলায় মোট ৭০ জন পাক নাগরিক মারা গেছে। আহত হয়েছে আরও ৮২ জন। এরই মার্চ মাসের হামলারও খতিয়ান দিয়েছে তেহরিক – ই – তালিবান পাকিস্তান। সে মাসে তাদের হামলায় ৫৮ জন পাক নাগরিকের মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে এই পোস্টারে।


Sudipto

সম্পর্কিত খবর