বিজেপির জন্মদিনেই তুমুলে গোষ্ঠীকোন্দল! বর্ধমানে তালা পড়ল গেরুয়া শিবিরের কার্যালয়ে

বাংলা হান্ট ডেস্ক : ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল। প্রতিষ্ঠা দিবসেই ঝামেলায় জড়ালো উত্তাল বর্ধমান (Bardhaman)। জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ বিক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকদের। জানা যাচ্ছে, আদি বিজেপির বিক্ষোভের পালটা সরব হয়েছে নব্যরা। আর এর জেরেই বৃহস্পতিবার উত্তপ্ত হয় বর্ধমানের ঘোড়চটি এলাকা।

অবশ্য নব্য বিজেপির দাবি, তৃণমূলের ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে দল থেকে বহিষ্কৃত নেতারা। ওদিকে, উল্টো সুর আদি বিজেপির সদস্যদের। তাঁদের দাবি, বর্তমান জেলা সভাপতি ও যুব সভাপতি দুর্নীতিতে যুক্ত। আর এর বিরুদ্ধে এই প্রতিবাদ তাঁদের।

bjp

আজ বৃহস্পতিবার বিজেপির প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে দিল্লির সদরদপ্তর থেকে দলীয় কর্মীদের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পতাকা উত্তোলন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্য দফতরে প্রধানমন্ত্রীর ভাষণ ভারচুয়ালি শোনানো হয়। জেলায়-জেলায় কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেরকম অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বর্ধমানের জেলা সদর দফতর।

জানা যাচ্ছে, এদিন সকালে বহিষ্কৃত নেতা শ্যামল রায়ের নেতৃত্ব একদল কর্মী-সমর্থ বিক্ষোভ দেখাতে থাকে। তালা ঝুলিয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়েপ গেটে। পালটা সেই তালা ভেঙে ঢোকেন নেতা-কর্মীরা। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা পরে হাতহাতি বেঁধে যায়। উত্তপ্ত হয়ে ওঠে ঘোড়চটি এলাকা।

বিক্ষোভকারী বিজেপির প্রাক্তন নেতা শ্যামল রায় জানান, জেলা সভাপতি ও জেলার যুব সভাপতি দুর্নীতিগ্রস্ত। তাঁদের পরিবারের চাকরি দেওয়া নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। তাঁরা দলকে না জানিয়ে একাধিক কাজ করে। নানা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। এদের নেতা থাকার অধিকার নেই।

Sudipto

সম্পর্কিত খবর