বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ছে না কংগ্রেসের। কখনও হিন্দু ধর্ম নিয়ে কখনও বা পাকিস্তান (Pakistan) জিন্দাবাদ স্লোগান তোলা নিয়ে প্রশ্নের মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। আর এবার সব কিছু ছাপিয়ে প্রকাশ্যে এল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব। একদল আর এক দলকে মারল চড়, লাথি, ঘুষি। চলল লাঠিও। তবে এই ঘটনা রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে মূল ভারত জোড়ো যাত্রায় ঘটেনি। বরং, উত্তরপ্রদেশে অনুষ্ঠিত প্রাদেশিক ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) ঘটনা এটি। এই ঘটনার পরই বিতর্ক শুরু হল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার ভবিষ্যৎ নিয়েও।
তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ঘুরে রাজস্থানে পৌছেছে ভারত জোড়ো যাত্রা। তারই অনুকরণে উত্তর প্রদেশ কংগ্রেস শুরু করেছে প্রাদেশিক ভারত জোড়ো যাত্রা। আর সেই যাত্রাতেই ঘটল এমন কান্ড। জানা গেছে, উত্তর প্রদেশ কংগ্রেসের বর্তমান পরিচালন কমিটির সদস্য এবং প্রাক্তন প্রধানের দুই দল। এরই মধ্যে যোগ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়। তাঁর সঙ্গে কে হাঁটবে তা নিয়েই দুই দলের মধ্যে শুরু হয় ঝামেলা। যা গড়ায় মারপিটে।
কৌশাম্বীর এএসপি সমর বাহাদুর বলেন, ‘প্রাদেশিক ভারত জোড়ো যাত্রায় মুখ্য অতিথির সঙ্গে কে হাঁটবে সেই নিয়েই সমস্যা তৈরি হয়। সেখান থেকেই শুরু হয় মারপিট। পরিস্কার নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করে পুলিস। গ্রেফতার হয় ঝামেলা পাকানো দুই ব্যক্তি। বাকি দের খোঁজে তল্লাশি চলছে’।
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এই পদযাত্রা। মোট ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে এই পদযাত্রা যাবে। ১০ সেপ্টেম্বর কেরলে ঢুকেছে এই পদযাত্রা। কেরলের উপর দিয়ে মোট সাতটি জেলাকে ছুঁয়ে মোট ৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে ভারত জোড়ো যাত্রা। তারপর ১ অক্টোবর কর্নাটকে ঢোকে এই পদযাত্রার। এরপর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ঘুরে এখন রাজস্থানে রয়েছে এই পদযাত্রা।