বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফের একবার গোষ্ঠী দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠল। দলেরই এক কর্মীকে এবার মারধরের অভিযোগ উঠল এলাকার অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনার কেন্দ্রস্থল কোচবিহারের (Cooch Behar) দিনহাটা (Dinhata) এলাকা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে কয়লা এবং গরু পাচারের মতো একের পর এক দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। একই সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠছে। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন দলের তরফ থেকে একতা বজায় রাখার বার্তা দেওয়া হয়ে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এবার কোচবিহারের দিনহাটা এলাকার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েত থেকে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ।
বর্তমানে দীপঙ্কর পাল নামে দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল এলাকার অঞ্চল সভাপতি পরিমল দাস এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে এদিন প্রতিবাদ মিছিলে নামে তৃণমূল কর্মীরা। সেখান থেকে পঞ্চায়েত প্রধান প্রভাত বর্মন এবং পরিমল দাসের বিরুদ্ধে চামড়া তুলে নেওয়ার হুঙ্কার পর্যন্ত দেয় তারা।
সূত্রের খবর, বিগত বেশ কয়েকদিন ধরেই এলাকার বুকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চরম আকার ধারণ করতে শুরু করে। পরবর্তীতে এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানের অনুগামীরা দীপঙ্কর পালকে ডেকে এনে বেধড়ক মারধর করে। আহত তৃণমূল কর্মীকে ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, আহত দীপঙ্কর পাল তৃণমূল নেতা উদয়ন গুহর অনুগামী বলে জানা গিয়েছে।
গোটা ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা বিনয় রায় সরকার বলেন, “পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে বর্তমানে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এনেছে। তাদের শাস্তির দাবি জানাই ” যদিও এ সকল অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্তরা।