ভোটের খরচের টাকা নয়ছয়! আসানসোলে বিজেপি কার্যালয়ে ধুন্ধুমার কাণ্ড! হল হাতাহাতিও

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন আগেই প্রকাশ পেয়েছে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। দুই কেন্দ্রেই ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিজেপির গড় বলে পরিচিত আসানসোল কেন্দ্রটি হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। দুই কেন্দ্রে হারের পর বিজেপির একের পর এক নেতা দলের শীর্ষ নেতাদের নিয়ে প্রশ্ন তুলছেন। আর এর মধ্যেই আসানসোল থেকে বিজেপির দ্বন্দ্বের খবর আসছে।

জানা গিয়েছে যে, আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের খরচের জন্য যেই টাকা পাঠানো হয়েছিল কেন্দ্র থেকে, সেটি ঠিকমতো খরচ তো হয়ই নি, পাশাপাশি তা নয়ছয়ও হয়েছে। এই অভিযোগ নিয়েই ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় আসানসোলের বিজেপি কার্যালয়ে। বিজেপির কর্মীদের মধ্যে এই নিয়ে হাতাহাতিও হয়েছে বলে খবর।

   

উল্লেখ্য, আসানসোলে হারের পর রবিবার হারের কারণ পর্যালোচনা করার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকেই খরচের জন্য আসা টাকা ঠিকমতো না ব্যবহার হওয়া আর আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। এই নিয়েই শুরু হয় বচসা, তারপর এর থেকে হাতাহাতি। গেরুয়া শিবিরের কর্মীদের দাবি, জেলা সভাপতি সহ সবাইকে সরিয়ে নতুন কমিটি গঠন করা হোক।

যদিও, জেলা সভাপতি দিলীপ দে এই নিয়ে তেমন কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন যে, সামান্য হই হট্টগোল হয়েছিল। অনেকেই এই হার মেনে নিতে পারছেন না। কর্মীদের মধ্যেও কিছু মান অভিমান ছিল, তা বলতেই আমার কাছে এসেছিল।

টাকা নয়ছয়ের অভিযোগে দিলীপবাবু বলেন, নির্বাচনে কাজ, প্রচার করার জন্য বুথ ভিত্তিক টাকা দেওয়া হয়েছিল। অনেক কর্মীই সেই টাকা পাননি বা কম পেয়েছেন। এই নিয়ে আমার কাছে অভিযোগ জমা হয়েছে। আর এই অভিযোগ নিয়েই কিছু হট্টগোল হয়েছে মাত্র।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর