বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) মধ্যেকার দ্বন্ধের কারণে খড়গপুরে (Kharagpur) বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে পৌঁছেছে। সেই ঠাণ্ডা লড়াই আবারও প্রকাশ্যে এল বৃহস্পতিবার। হাতাহাতিতে জড়ালেন দুপক্ষের অনুগামীরা।
বিষয়টা হল, বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি গেটে হিরণের কম্বল বিতরণ কর্মসূচির কাজ দেখভাল করছিলেন তৃষা চাকলাদার নামে এক বিজেপি নেত্রী। তাঁর দাবী, অনুষ্ঠানের দিন সকালে খড়গপুর শহর বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ তাঁকে ফোন মারফত অনুষ্ঠান বন্ধ করার হুমকি দেন। জোর করে অনুষ্ঠান করলে, সেই কাজের ফল ভালো হবে না বলেও হুমকি দেন দীপসোনা ঘোষ, এমনটা অভিযোগ।
কোন হুমকিতে কান না দিয়ে যথারীতি এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন হিরণের অনুগামীরা। সঠিক সময়ে উপস্থিতও হন হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ উঠেছে হিরণ অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতেই সেখানে ধারালো অস্ত্র নিয়ে বিজেপি নেত্রী তৃষা, তাঁর দাদা কুন্তল চাকলাদার, অঙ্কিত শর্মা, অভিজিৎ ভুঁইয়ার উপর হামলা করে দীপসোনা, কুণাল সরকার নামে বেশ কয়েকজন স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
দুপক্ষের মধ্যে দীর্ঘ বচসার পর, তা হাতাহাতিতে গড়ায়। এরপর তাঁকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে দীপসোনা এবং সেইসঙ্গে হামলার জন্য কুণাল-সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেন তৃষা।
নিজের দিকে ওঠা অভিযোগ অস্বীকার করে দীপসোনা বলেছেন, ‘বৃহস্পতিবার সুভাষপল্লিতে বিজেপি দলীয় অনুষ্ঠান ছিল বলে আমার জানা নেই, তবে বিধায়ক চাইলেই অনুষ্ঠান করতে পারেন। তবে তৃষা আমার নামে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন’।
এই ঘটনার বিষয়ে বিধায়ক হিরণ জানিয়েছেন, ‘এখানে যারা হামলা করেছেন, তাঁরা কেউ মোদী কিংবা বিজেপি কর্মী হতে পারে না। এই হামলা দুষ্কৃতীরাই করেছে। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলব’।