দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ

অশ্লীল ভাষায় গালিগালাজ করে ডেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা নদিয়া  গয়েশপুর নেতাজী বিদ্যামন্দির(উ:মা)।

মঙ্গলবার টিফিন পিরিয়ডের সময় দ্বাদশ শ্রেণীর ছাত্র সায়ন দাসকে অশ্লীল ভাষা প্রয়োগ করে ডেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো সুদীপ্ত সিংহ রায়ের বিরুদ্ধে। সুদীপ্ত সিংহ রায় নেতাজী বিদ্যামন্দির (উঃ:মা) ইংরেজি বিষয়ের শিক্ষক। শিক্ষকের হাতের মার খেয়ে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে সায়ন। এরপর বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানায় তার বাবা-মাকে। সায়ন এর বাবা ও মা অসুস্থ ছেলেকে চিকিৎসা করতে নিয়ে যায় কল্যাণী জহরলাল নেহরু মেডিকেল হাসপাতালে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়েদেন সায়নকে। এরপর ওই শিক্ষকের বিরুদ্ধে কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীত ছাত্রের মা পায়েল দাস। সায়নের অভিযোগ ওই শিক্ষক মিথ্যা দোষারোপ করে তাকে মারধর করেছে।

458878 teacher beat student

যদিও এই বিষয় অভিযুক্ত শিক্ষক কোন মন্তব্য করতে রাজি হননি। কিন্তু ওই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার মন্ডল জানিয়েছেন বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।আজ আক্রান্ত ওই ছাত্রকে মারধরের ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান অন্যন্য ছাত্ররা। ঘটনার পর থেকে অভিজুক্ত ওই শিক্ষক স্কুলে আসছেন না। সায়নের মায়ের অভিযোগ ওই শিক্ষক সুদীপ্ত সিংহ স্কুলের অন্যন্য শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করে চলেছিলেন দীর্ঘদিন ধরে।তবে তিনি এই আচারন কেনো করতেন তা কেউ বুঝে উঠতে পারছেন না।শিক্ষকের শাস্তির দাবীতে ইতিমধ্যে সোচ্চার ওই স্কুলের ছাত্র ও তাদের অভিভাবক অভিভাবিকারা।


সম্পর্কিত খবর