জন্মদিনের জন্য জমানো পিগি ব্যাংকের সমস্ত টাকাই কোভিড আর্তদের সেবায় তুলে দিল ক্লাস টুয়ের ছোট্ট অভিপ্সা

বাংলা হান্ট ডেস্কঃ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা ছোটরাই শিখিয়ে দেয় বড়দের। নিজেদের ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে সমাজকে অনেক বড়োসড়ো শিক্ষা দিয়ে যায় তারা। করোনা পরিস্থিতিতে যখন আতঙ্কে রীতিমতো জর্জরিত মানুষ, সম্পর্কের মর্মান্তিক দৃশ্য ফুটে উঠছে চারদিকে। মানুষ মানুষেরই জন্য কথাটাই যেন ভুলতে বসেছে সারা বিশ্ব, তখন আমাদের আরেকবার আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে গেল ক্লাস টু এর ছোট্ট একটি মেয়ে অভিপ্সা। করণা আবহে একের পর এক মর্মান্তিক দৃশ্য দেখেছে ভারত। কোথাও আতঙ্কে পরিবারের আত্মীয়-স্বজনের মৃতদেহ নিতে হাসপাতালে আসছেন না অন্যান্যরা কোথাওবা মরণাপন্ন বাবার মুখে জল দিতে যাওয়া মেয়েকে টেনে সরিয়ে নিচ্ছে মা। সবাই যেন নিজেকে গুটিয়ে রাখতে চাইছে ছোট ছোট বাবেলে। একসাথে থেকেও সবাই এখন সবার থেকে আলাদা। এমতাবস্থায় নিজের ঘরে যখন কড়া নাড়ছে বিপদ, অন্যের কথা ভাববার সময় কোথায় তাই না! কিন্তু ঠিক এই সময় নীতিশিক্ষার আয়নাটা আরেকবার আমাদের চোখের সামনে তুলে ধরল ছোট্ট এই মেয়েটি। কতই বা বয়স হবে তার আট কি দশ বড়জোর।

করোনা কি কতটা ভয়াবহ তা হয়তো সবটা জানেও না সে। তবে মায়ের মুখে সে শুনেছে, এই মুহূর্তে সারা পৃথিবীতে বিপন্ন মানুষ। মানুষের অসহায়ত্বের কথা শুনতে শুনতে ব্যথিত হয়ে উঠেছে তার নরম মন। আর তারপরেই নিজের জন্মদিনের জন্য পিগি ব্যাংকে জমানো সমস্ত টাকাই সে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেড ভলেন্টিয়ার্সদের হাতে। মেয়ের সিদ্ধান্তে খুশি বাবা-মাও। আর তার হাত থেকে অনুদান সংগ্রহকারী বড়রা তো রীতিমত মুগ্ধ অভিপ্সা এই কর্মকান্ডে। কেক পেস্ট্রি আর খেলনা কেনার জন্য একটু একটু করে প্রায় দশ হাজার টাকা জমিয়ে ফেলেছিল নেতাজি নগর স্কুলের ছাত্রী অভিপ্সা বোস। এবার তার পুরোটাই তুলে দেওয়া হলো পাড়ার রেড ভলেন্টিয়ার্সদের হাতে।

জিডি বিড়লা স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী অভিপ্সার হয়তো জগৎজুড়ে এখন থাকার কথা কল্পনা। স্কুলের ছুটির দিনগুলোতে সঙ্গী হয়ে ওঠার কথা গেম আর কার্টুন নেটওয়ার্ক। কিন্তু পরিস্থিতি কখনো কখনো সময়ের চেয়ে বড় করে দেয় ছোটদেরও। চারদিকের এই করোনা পরিস্থিতিতে আখি আখি সবাই যখন সরে যাচ্ছে সবার থেকে দূরে। করোনা বিধি পালন করতে গিয়ে যখন সামাজিকতার সমস্ত শিক্ষাই ভুলতে বসেছি আমরা। দরকার একজন কান্ডারীর। বয়স টা বড় কথা নয় কিন্তু সোজা হয়ে আঙুল দেখিয়ে যে দেখিয়ে দিতে পারবে সঠিক পথ। করোনার এই বিধ্বস্ত পরিস্থিতি থেকে মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছেন খেলোয়াড় থেকে সিনেমার তারকা অনেকেই। কিন্তু অভিপ্সার এই ছোট্ট যোগদান হয়তোবা তাদের জন্য নতুন করে দরজা খুলে দেবে যারা ভুলে গিয়েছিলেন সেই সহজ সত্যিটা– “মানুষ মানুষেরই জন্য,জীবন জীবনেরই জন্য।”


Abhirup Das

সম্পর্কিত খবর