শিশু দিবসে বাংলার মুখ উজ্জ্বল করল শ্লোক, গুগল ডুডলের প্রতিযোগিতায় প্রথম চতুর্থ শ্রেণির ছাত্র

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর (Pandit Jawaharlal Nehru) জন্মদিন উপলক্ষ্যে ১৪ নভেম্বর দিনটিকে সারা দেশে “শিশু দিবস” হিসেবে পালন করা হয়। এমতাবস্থায়, টেক-জায়ান্ট Google-ও এই বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে একটি ডুডল প্রতিযোগিতার আয়োজন করেছিল। আর সেই প্রতিযোগিতায় বিজয়ীর নাম সামনে আসতেই খুশির হাওয়া সমগ্ৰ রাজ্যজুড়েই।

জানা গিয়েছে, ওই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গের শ্লোক মুখোপাধ্যায়। দেশের মোট ১০০ টিরও বেশি শহরের প্রথম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যে থেকে এই প্রতিযোগিতায় ১১৫,০০০ টিরও বেশি এন্ট্রি ছিল। এমতাবস্থায়, সবাইকে টেক্কা দিয়ে শীর্ষস্থান অর্জন করেছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শ্লোক।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শ্লোকের তৈরি করা ডুডলের নামটি হল “ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ”। যার মাধ্যমে আগামী বছরগুলিতে ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে এই খুদে শিল্পী। এমতাবস্থায়, পাঁচ লক্ষেরও বেশি পাবলিক ভোট এই ফলাফল নির্ধারণে সহায়তা করেছে। পাশাপাশি, এই ফলাফলের ভিত্তিতে একজন জাতীয় বিজয়ী ছাড়াও চারটি গ্রুপ বিজয়ীর নামও ঘোষণা করা হয়।

এদিকে, গুগলের তরফে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, “প্রযুক্তির অগ্রগতি এবং স্থায়িত্ব অনেক ডুডলের মূল থিম হিসেবে উঠে এসেছে। এতে আমরা বিশেষভাবে আনন্দিত।” এমতাবস্থায়, প্রতিযোগিতার থিম, “আগামী ২৫ বছরে, আমার ভারত….”-এর উপর ভিত্তি করে তৈরি করা শ্লোকের ডুডল সমগ্ৰ দিন জুড়ে গুগলের সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হবে। এই প্রসঙ্গে শ্লোক জানিয়েছে, “আগামী ২৫ বছরে, ভারতের বিজ্ঞানীরা সার্বিক উন্নতির জন্য তাদের নিজস্ব পরিবেশ-বান্ধব রোবট তৈরি করবে। পাশাপাশি ভারত পৃথিবী থেকে মহাকাশে নিয়মিত আন্তঃমহাকাশ ভ্রমণও করবে। এছাড়াও, আগামী বছর ভারত যোগ এবং আয়ুর্বেদের ক্ষেত্রে আরও বেশি বিকাশ করার পাশাপাশি আরও শক্তিশালীও হবে”।

WhatsApp Image 2022 11 14 at 2.37.52 PM 1

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট প্রতিযোগিতায় বিচারকরা মোট ২০ টি ডুডল চূড়ান্ত করেন। পাশাপাশি জনসাধারণের ভোট দেওয়ার জন্য অনলাইনেও রাখা ছিল এই ডুডলগুলি। এদিকে, বিচারকদের দলে ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। যাঁদের মধ্যে ছিলেন টিঙ্কেল কমিকসের প্রধান সম্পাদক, কুরিয়াকোস ভাইসিয়ানও। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ডুডলগুলিকে বেছে নেন তাঁরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর