“অহংকার বিসর্জন দিয়ে ইংল্যান্ডকে দেখে শিখুক ভারত” মন্তব্য প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। ২৬ দিনের বিশ্বযুদ্ধের পর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ট্রফি ঘরে তুলেছে ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তারা। এবারে নতুন অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়লো দেশটি। খুব স্বাভাবিকভাবেই সেই দেশের ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত আনন্দিত।

এইমুহূর্তে ইংল্যান্ড দল সীমিত অফারের ক্রিকেটে বিশ্বসেরা। ২০১৯ ওডিআই বিশ্বকাপে ঘরের মাঠে ইতিহাস তৈরি করে প্রথমবার ওডিআই বিশ্বকাপ ঘরে তুলেছিল ইয়ন মরগ্যানের অধিনায়কত্বে থাকা ইংল্যান্ড। তার তিন বছর পর ক্ষুদ্রতম ফরম্যাটেও বিশ্ব চ্যাম্পিয়ন হলো ব্রিটিশরা। এই ফরম্যাটটিতে একটি অসাধারণ ব্যান্ড অফ ক্রিকেট আমদানি করেছেন তারা, যা চূড়ান্তভাবে সফল হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে।

এই বিশ্বকাপ জয়ের পর এবার প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন ভারতকে খোঁচা মেরেছেন। বিশ্বকাপ আরম্ভ হওয়ার আগে অনেকেই ভারতকে এইবারের বিশ্বকাপের ফেভারিট বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে একপেশে ভাবে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। মন্তব্য করেছেন যে ভারতীয়দের তাদের অহংকার পরিত্যাগ করে ইংল্যান্ডের কাছ থেকে শেখা উচিত যে আজকের যুগে কিভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হয়।

Michael Vaughan

প্রতি বছরেই ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল রোহিত শর্মার ভারত। তারপর থেকে অনেকেই মনে করেছিলেন যে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট। কিন্তু বাস্তবে যখন তেমনটা হয়নি তখন ভারতের ক্রিকেটের প্রতি মনোভাবকে বর্তমান যুগে অচল বলে মন্তব্য করতেও ছাড়েননি ভন।

তিনি বলেছেন, “আয়ারল্যান্ডের কাছে হারের পর ইংল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা যে কোনও দলের কাছে শিক্ষণীয়। ২০১৯ বিশ্বকাপেও আমরা শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিলাম। আমরা টি-টোয়েন্টি কিভাবে খেলতে হয় তার একটা নতুন ধারণা বিশ্বের সামনে প্রস্তুত করেছি। আমি যদি ভারতের ক্রিকেটের দায়িত্বে থাকতাম, তাহলে আমি নিজের অহং বোধ বর্জন করে, ইংল্যান্ডের ক্রিকেট খেলা দেখে কিছু শেখার চেষ্টা করতাম। “

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর