স্কুলের শিক্ষকদের উপস্থিতি থেকে ক্লাসের সময়, একগুচ্ছ নয়া নির্দেশিকা পর্ষদের

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর শুরু হচ্ছে ২০২৩ শিক্ষাবর্ষ। তার আগেই মধ্যশিক্ষা পর্ষদ বিস্তারিত নির্দেশিকা জারি করল। স্কুলে কখন পৌঁছাতে হবে শিক্ষকদের, কখন হবে লেট মার্ক, কেমনইবা হবে তাঁদের ব্যবহার, সবকিছু নিয়ে বিস্তারিত জানাল মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়াও এদিন প্রকাশ করা হয়েছে একটি অ্যাকাডেমিক ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে বিস্তারিতভাবে বলা হয়েছে ছুটি থেকে প্রার্থনার সময়।

নির্দেশিকায় বলা হয়েছে প্রার্থনা শুরু হবে সকাল ১০:৪০ মিনিটে। প্রার্থনার জন্য বরাদ্দ থাকবে ১০ মিনিট। এরপর ক্লাস শুরু হবে ১০:৫০ মিনিটে। শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে পৌঁছাতে হবে ১০:৪০ মিনিটের আগে। যদি কেউ সকাল ১০:৫০ মিনিটের পর স্কুলে ঢোকেন তাহলে তাঁকে দেওয়া হবে লেট মার্ক। এছাড়াও বলা হয়েছে, যদি শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষা কর্মীরা বেলা ১১ টা ৫ মিনিটের পর স্কুলে ঢোকেন তাহলে অনুপস্থিত বলে গণ্য করা হবে।

এছাড়াও পর্ষদের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস চলাকালীন কোন শিক্ষক-শিক্ষিকা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। যদি একান্তই স্মার্টফোন ব্যবহার করতে হয় তাহলে লিখিতভাবে অনুমতি নিতে হবে প্রধান শিক্ষকের কাছে। শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহার কখনই এমন হবে না যাতে তাঁদের পদের সম্মানহানি হয়। এছাড়াও সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে উপস্থিত থাকতে হবে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে।Kerala School

যদিও পূর্বের কিছু নিয়ম ছিল যা এবারেও রয়েছে। যেমন কোন ব্যবসায়িক বা আর্থিক সংস্থার সাথে সরকারি স্কুলের শিক্ষকরা যুক্ত হতে পারবেন না। এছাড়াও এই দিন পর্ষদের তরফ থেকে ২০২৩ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়। জানানো হয়েছে গ্রীষ্মকালে ২০২৩ সালে ১০ দিন ছুটি পাওয়া যাবে। পুজোর জন্য ২৬ দিন ছুটি থাকবে স্কুল। এছাড়াও সারা বছর জুড়ে অন্যান্য উৎসব ও পার্বণের জন্য মোট ৬৫ টি ছুটির উল্লেখ করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর