পরপর ৭ বার “ফার্স্ট”! এটাই হল ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর, কোথায় দাঁড়িয়ে কলকাতা?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) সবথেকে পরিছন্ন শহর কোনটি? এই প্রশ্ন ঘুরপাক খায় আমাদের অনেকের মনেই। আপনাদের জানিয়ে রাখি পরিস্কার-পরিচ্ছন্নতার দিক থেকে সব শহরকে পিছনে ফেলে পয়লা নম্বরে উঠে এসেছে ইন্দোর (Indore)। তবে এই প্রথম নয়, একটানা সাতবার সবথেকে পরিছন্ন শহরের খেতাব জিতে নিল ইন্দোর।

ভারতের (India) সবথেকে পরিছন্ন শহর

গত ১৮ জানুয়ারি সুপার স্বচ্ছ লিগ আয়োজন করে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। গত ৩ বছরে (২০২১ থেকে ২০২৩ পর্যন্ত) ক্যাটাগরিতে অন্তত দুবার প্রথম তিনটির মধ্যে থাকা শহরগুলিকে বিশ্লেষণ করা হয় সুপার স্বচ্ছ লিগে। স্বচ্ছ ভারত মিশনের একটি অংশ এই সুপার স্বচ্ছ লিগ। ভারতের (India) শহরগুলিকে আরো পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলাই মূল লক্ষ্য এই উদ্যোগের।

Clean city of India and Kolkata rank

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল সুপার স্বচ্ছ লিগের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করেন। প্রসঙ্গত, মোট পাঁচটি ক্যাটাগরিতে শহরগুলোকে ভাগ করা হয়েছিল জনসংখ্যার উপর ভিত্তি করে। শহরগুলি যাতে নিজেদের ভারসাম্য বজায় রেখে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এমন বিভাগ। নয়ডা, চন্ডীগড়ের মতো শহরগুলিকে রাখা হয় বড় শহরের (৩ থেকে ১০ লক্ষ জনসংখ্যা) ক্যাটাগরিতে।

আরোও পড়ুন : PNB-র গ্রাহকেরা হয়ে যান সাবধান! শীঘ্রই সেরে ফেলুন এই কাজ, নাহলেই বন্ধ হবে অ্যাকাউন্ট

অন্যদিকে, নভি মুম্বই ইন্দোর, সুরাটের মতো শহর ছিল মিলিয়ন প্লাসের (১০ লক্ষের উপর জনসংখ্যা) ক্যাটাগরিতে। ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২( India Smart Cities Awards Contest( ISAC)-এ ১২টা ক্যাটাগরির মধ্যে ৬টি ক্যাটাগরিতে জয়লাভ করে ইন্দোর। এমনকি ন্যাশানাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ডও জিতে নেয় ইন্দোর।

আরোও পড়ুন : কুম্ভমেলায় স্নান শাহরুখ-সলমনের? বাদ গেলেন না নায়িকারাও! ছবি সামনে আসতেই নেটমাধ্যমে উঠল ঝড়

গোবর্ধন বায়ো সিএনজি প্ল্যান্টে ইন্দোর শহরের অবস্থান একেবারে শীর্ষে। শহরে পরিচ্ছন্নতা (Clean City) বজায় রাখার ক্ষেত্রে সব শহরকেই টেক্কা দিয়েছে ইন্দোর। সরস্বতী ও কাহন লাইফ লাইন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে মিলেছে বড় সাফল্য। পাশাপাশি বৃষ্টির জলে কৃষিকার্য, ওয়াটার প্লাস, ওয়াটার সারপ্লাস প্রকল্পেও ইন্দোর শহরের পারফর্মেন্স চোখে পড়ার মতো।

Clean city of India and Kolkata rank

স্মার্ট সিটি অ্যাওয়ার্ডও সুরাটের সাথে যৌথভাবে জিতে নেয় ইন্দোর। ইন্দোর স্মার্ট সিটি চিফ এক্সিকিউটিভ অফিসার দিব্যাঙ্ক সিং বলেছিলেন, আমাদের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অত্যন্ত জোর দিয়েছি। পাশাপাশি আমরা এনেছি গ্রিন বন্ড । আমাদের প্রকল্পের ফলে উপকৃত হচ্ছেন শত শত স্ট্রিট ফুডের ভেন্ডাররাও। তবে, দুঃখের বিষয় প্রথম দশে ঠাঁই হয়নি কলকাতার (Kolkata)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর