জানেন না অনেকেই! দার্জিলিংয়ের কাছেই রয়েছে সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম, গেলেই খুশি হবে মন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কবিগুরু লিখেছিলেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের উপরে, একটি শিশিরবিন্দু,’ আমাদের চারপাশে এমন অনেক জিনিসই আছে যা আমাদের অগোচরেই থেকে যায় চিরকাল। প্রকৃতিকে জানার তাগিদে আমরা অনেকেই আশপাশের জায়গা ছেড়ে পাড়ি জমাই বহুদূরে। তবে উত্তরবঙ্গের (North Bengal) আনাচে-কানাচে এমন বহু জায়গা রয়েছে যা এক কথায় ‘হিডেন জেমস।’

উত্তরবঙ্গের (North Bengal) পরিস্কার পরিচ্ছন্ন এক পাহাড়ি গ্রাম

অনেকেই হয়ত জানেন না, উত্তরবঙ্গে (North Bengal) সব থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম রয়েছে আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ে (Darjeeling)। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জিটিএ পর্যটন বিভাগের পক্ষ থেকে ধোত্রে (Dhotrey) নামক একটি প্রত্যন্ত গ্রামকে দার্জিলিং জেলার সব থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে।

Clean village in North Bengal

সিঙ্গালিলা জাতীয় উদ্যানের পাদদেশে ৮৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে। প্রত্যন্ত প্রাচীন এই গ্রামটির (Village) অবস্থান শিলিগুড়ি থেকে মাত্র ১০৫ কিলোমিটার দূরে। দার্জিলিং শহর থেকে এই গ্রামে যেতে আপনাকে অতিক্রম করতে হবে মাত্র ৪৫ কিলোমিটার পথ। মূলত অর্গানিক চাষের উপর দাঁড়িয়ে রয়েছে গ্রামের বাসিন্দাদের জীবন-জীবিকা।

আরোও পড়ুন : নতুন বিপদ! ১৭ বছর পর ঘুম ভেঙে লাল চোখের এই পোকাই করবে “সর্বনাশ”? চিন্তায় কোটি কোটি মানুষ

উত্তরবঙ্গের অন্যান্য পাহাড়ি গ্রামের থেকে বেশ খানিকটা আলাদা ধোত্রে। যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু অর্গানিক চাষ। বাড়ির সামনে ছোট্ট জমিতেই চাষ হচ্ছে কপি, গাজর, মটর, বিনস। গ্রামের পথ ধরে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে বিশাল পাইনের বন।পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছেন গ্রামবাসীরা।

Clean village in North Bengal

অপূর্ব মনোরম পাহাড়ি দৃশ্য ও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ দর্শন করতে শীতের ছুটিতে চলে আসতে পারেন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রামে। জিটিএ-এর অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ফিল্ড ডিরেক্টর দাওয়া শেরপা বলেছেন, জিটিএ এলাকার মধ্যে প্রথম ‘পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম’ হিসেবে ঘোষণা করা হয়েছে ধোত্রেকে। আগামী দিনে পর্যটকদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠতে পারে এই গ্রাম।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X