বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে গরমে প্রাণ যাই যাই অবস্থা সকলের। আর এসময় এসি (Air Conditioner) ছাড়া যেন টেকাই দায় হয়ে পড়েছে। কিন্তু এই চূড়ান্ত গরমের আগে ছিল কনকনে শীত। সেসময় AC ছিল বন্ধ। তাই স্বাভাবিক ভাবেই ধুলো ময়লা জমতে থাকে AC এর ভেতরে। তাই এই গরমে AC চালানো হলে তা আর ঘর ঠান্ডা তো করেইনা, উল্টে ধুলো ময়লা ছড়িয়ে পড়ে চারিদিকে।
এছাড়া আপনি যদি সার্ভিসিং ছাড়াই AC চালান তাহলে তাহলে বিদ্যুতের বিলও আসবে বেশ মোটা অংকের। এরপরেও অনেকে আছেন যারা সার্ভিসিং না করে AC চালিয়ে দেন। সেক্ষেত্রে বাড়তে থাকবে ইলেকট্রিক বিলের অংকও। কিন্তু আর AC নিয়ে চিন্তা করার কিছু নেই, সহজেই কোনো টাকা খরচ না করেই AC চলবে দুর্দান্ত। কিভাবে? দেখে নিন এখানে।
আপনার বাড়ির স্প্লিট AC হোক অথবা উইন্ডো এসি, সবেতেই পরিষ্কার করে নেওয়া জরুরি। তাহলে যেমন বিদ্যুৎ বিলও কমবে তেমনই ঘরও ভালভাবে ঠাণ্ডা হয়ে যাবে।আপনারা অনেকেই হয়ত জানেন না যে, টেকনিশিয়ান না ডেকে নিজেও AC সার্ভিসিং করতে পারেন আপনি।
আরও পড়ুন : লাটে উঠল ব্যবসা, সোয়া কোটি টাকায় বিক্রি হল সিনেমা হল! তৈরি হবে বিরাট মাদ্রাসা
এজন্য কি করতে হবে জানাচ্ছি চলুন। প্রথমেই স্যুইচ বোর্ড থেকে প্লাগ সরিয়ে নিন। এতে আপনি ভুল করে AC চালু হয়ে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয় থাকবেনা। স্প্লিট AC হোক অথবা উইন্ডো এসি দুই ক্ষেত্রেই ভেতর এবং বাইরে থেকে ভালভাবে পরিষ্কার করতে হবে। উল্লেখ্য প্রথমেই এসির বাইরের ইউনিটটি পরিষ্কার করে নিন, সেখানে বেশি পরিমাণে ধুলো এবং ময়লা জমে থেকে। তার ফলে কমে যায় AC টির ঠান্ডা করার ক্ষমতা।
আরও পড়ুন : ফিরছে লকডাউনের স্মৃতি, গরমের ছুটির মধ্যেই অনলাইন ক্লাস? বড় সিদ্ধান্তের পথে শিক্ষা দফতর
শুকনো এবং নরম কাপড় দিয়ে চারপাশ মুছে নিন, এছাড়া নরম ব্রাশও ব্যবহার করতে পারেন আপনি। এরপর এসির ফিল্টার পরিষ্কার করে নিন। এখানে ময়লা বেশি জমে যায়। পারলে প্রতি সপ্তাহে অথবা ১৫ দিন অন্তর ফিল্টারটি খুলে জল দিয়ে ধুয়ে নিন। বাইরে কোনো দাগ বা নোংরা থাকলে সাবান দিয়ে অথবা ভেজা কাপড়ে মাধ্যমে মুছে নিন।
আরও পড়ুন : নেই টিচার, বিনা বেতনে পড়ানোর আর্জি! বীরভূমের স্কুলের প্রধান শিক্ষকের বিজ্ঞপ্তিতে বিতর্ক
এছাড়া দেখে নিন যে, এসির ভেতরের কোন তার পুড়ে গিয়েছে কিনা। সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করিয়ে নিলে আবার আগের মত চলতে থাকবে সেটি। সঠিকভাবে খেয়াল রাখলে AC বেশ কম ইলেক্ট্রিক খরচে ঘর ঠান্ডা করতে পারবে।