রেলে চাকুরি করতে চান? আপনার জন্য রয়েছে সুখবর

বাংলাহান্ট ডেস্কঃ  অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় রেলে চাকরি করা। বলা বাহুল্য ভারতীয় রেল ভারতবর্ষে সবচেয়ে বেশী কর্মসংস্থান করে। একই সাথে রেলের সুযোগ সুবিধা অন্যান্য অনেক চাকুরির চেয়ে বেশি। ভারতীয় রেলে যারা চাকরি করতে চান ভারতীয় রেল তাদের জন্য এনেছে সেই আকাঙ্খিত সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল মোট ২৫১ টি ক্লার্ক পদের জন্য আবেদন করার আমন্ত্রন করেছে। যার মধ্যে জুনিয়র ক্লার্ক ১৭১টি এবং ৮০টি সিনিয়র ক্লার্কের পদে নিয়োগ হবে। এক নজরে দেখে নিন চাকরির বিজ্ঞপ্তি

6a724b9501764fd83a4abcd37b58144d

আবেদন করার শেষ তারিখঃ ১৯ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অনলাইন

পদঃ জুনিয়র ক্লার্ক ১৭১, সিনিয়র ক্লার্ক ৮০

শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক

বয়সসীমাঃ সর্বোচ্চ ৪২, সংরক্ষিতদের জন্য( sc ৪৫, st ৪২)

জাতীয়তাঃ ভারতীয়

শিক্ষাগত যোগ্যতাঃ

জুনিয়র ক্লার্ক  –  উচ্চমাধ্যমিক। ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ৩০ শব্দ এবং প্রতি মিনিটে হিন্দি টাইপিং গতি ২৫ শব্দ হওয়া আবশ্যক।

নির্বাচনের পদ্ধতিঃকম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পাশাপাশি টাইপিংয়ের গতির পরীক্ষা করা হবে

ওয়েবসাইটঃ www.rrccr.com

বেতনঃ সপ্তম পে কমিশন অনুসারে

সম্পর্কিত খবর