রিপোর্টে সই করছেন মৃত চিকিৎসক! উলুবেড়িয়ার পলিক্লিনিকের জালিয়াতি দেখে ‘থ” সব্বাই

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে ক্লিনিক। প্রতিদিনই ক্লিনিকে আসছেন একের পর এক রোগী। প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করাচ্ছেন। সময়মতো রিপোর্টও হাতে পাচ্ছেন। কিন্তু সেই রিপোর্টেই যে কত বড় কারচুপি করা হয়েছে তা এতদিন প্রকাশ্যে আসেনি।

ক্লিনিকে টেস্ট করানোর পর রিপোর্ট পাচ্ছিলেন বটে রোগীরা, কিন্তু সেই রিপোর্টে সই করছিলেন ‘মৃত’ চিকিৎসক! যে কোনও ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে শারীরিক পরীক্ষা করালে সেই রিপোর্টের শেষে ডাক্তারের স্বাক্ষর থাকা বাঞ্ছনীয়। এক্ষেত্রে ডাক্তারের স্বাক্ষর অবশ্য ছিল। কিন্তু সেই রিপোর্টে সই করছিল এক মৃত ডাক্তার।

শুনে অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি। ‘মৃত’ ডাক্তারের সই ব্যবহার করেই রমরমিয়ে ব্যবসা করছিল হাওড়ার উলুবেড়িয়ার নিউ ইন্ডিয়া ডায়াগনেস্টিক অ্যান্ড পলিক্লিনিক। রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছিল সেখানে। অভিযোগ পেতেই স্বতঃপ্রণোদিত মামলা রজু করে স্বাস্থ্য কমিশন। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। তিনি জানান, সেন্টারটিকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন।

জানা গিয়েছে, ‘মৃত’ চিকিৎসক অজয় কুমার দাসের সই নকল করে একের পর এক ‘ভুয়ো’ রিপোর্ট ছাপাতো নিউ ইন্ডিয়া ডায়াগনস্টিক এন্ড পলিক্লিনিক। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ক্লিনিকটিকে শোকজ করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে ল্যাব কর্তৃপক্ষের দাবি, এই বিষয়ে তারা কিছুই জানে না। পলিক্লিনিকটি একটি থার্ড-পার্টিকে হস্তান্তরিত করা হয়। তারাই এসব জালিয়াতির কাজ শুরু করে বলে দাবি কর্তৃপক্ষের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর