বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার (Russia) প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল-এর সভাপতি কিরিল দিমিত্রিভ সোমবার জানান যে, রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫” (sputnik v) এর ট্রায়াল এই মাসেই কয়েকটি দেশে শুরু হবে। এই দেশ গুলোর মধ্যে ভারতেরও (India) নাম আছে। ভারত ছাড়া এই ট্রায়াল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ফিলিপিন্স আর ব্রাজিলে করা হবে।
জানিয়ে দিই, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লদামির পুতিন গত মাসে ঘোষণা করেছিলেন যে, রাশিয়ার বিজ্ঞানীরা বিশ্বের প্রথম কোভিড-১৯ এর টিকা স্পুটনিক-৫ তৈরি করেছে। উনি বলেছিলেন, ওনার এক মেয়েকে এই ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, আর এই ভ্যাকসিন বেশ কার্যকর আর শরীরে প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সফলতা অর্জন করার জন্য রাশিয়ার সরকার আর সেখানকার মানুষদের শুভেচ্ছা জানিয়ে ছিলেন। রাজনাথ সিং শুক্রবার SCO এর বৈঠকে বলেছিলেন, ‘আমি রাশিয়ার সরকার আর রাশিয়ার জনতাকে কোভিদ-১৯ মহামারীর উপর সফলতাপূর্বক নিয়ন্ত্রণ পাওয়ার জন্য শুভেচ্ছা জানাই।”
ভ্যাকসিন নিয়ে মস্কো আর ভারত সরকারের মধ্যে অনেক স্তরের কথাবার্তা চলছে। এরমধ্যে ভ্যাকসিনের আমদানি, উৎপাদনের মতো বিষয়ও আছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাশিয়া ভারতের সাথে ভ্যাকসিন নিয়ে সহযোগের উপায় ভাগ করেছে। আপাতত ভারত সরকারের তরফ থেকে এই পদ্ধতির গবেষণা করা হচ্ছে।
এই ভ্যাকসিন মস্কোর গামলেয়া রিসার্চ ইনস্টিটিউট আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয় মিলে বানিয়েছে। রাশিয়া এই সপ্তাহে করোনার ভ্যাকসিন স্পুটনিককে আম জনতার জন্য উপলব্ধ করাতে চলেছে। প্রতিষ্ঠিত লেসেন্ট জার্নাল অনুযায়ী, প্রাথমিক ট্রায়ালে এই ভ্যাকসিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়াদেখা যায় নি।