বাংলাহান্ট ডেস্ক : কি এত্তবড় সাহস! বন্দুক নিয়ে শাসক দলের নেতাদেরই তাড়া! ‘দাবাংগিরির’ ফলও পেলেন হাতেনাতেই। নিজের সার্ভিস রিভলভার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের দিকে তাড়া করেছিলেন মালদার মানিকচক থানার এসআই সমীর সাহা। আর সেই ‘অপরাধের শাস্তি’ হিসাবেই ক্লোজ হলেন তিনি। মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সোমবার ওই এসআইকে ক্লোজ করার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় টহলদারি করতে পৌঁছেছিলেন মানিকচক থানার এসআই সমীর সাহা। টহলদারি করার সময় তৃণমূল নেতাদের লক্ষ্য করে তিনি কটূক্তিও করেছিলেন বলে অভিযোগ। আর তার পরেই এসআই সমীর সাহাকে ক্লোজ করা হয়। সোমবার মালদহ জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ওই এসআইকে ক্লোজ করার নির্দেশ দেন।
ঘটনার সূত্রপাত গত ২৮ মে। মালদহ জেলার মানিকচক থানা এলাকার গোপালপুর বালুপুর অঞ্চলে একটি জমি বিবাদকে কেন্দ্র করে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে শুরু হয় ব্যাপক বোমাবাজি। দুই পক্ষের তরফে গুলি চালানোরও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশের বিরাট বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে শেখ শরিফ উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাদ বাধে নাসি নামের এক ব্যক্তির। সেই বিবাদকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশকিছু বাড়িতে ভাঙচুর চলে। পড়ে থাকতে দেখা যায় অসংখ্য গুলির খোলও। আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যান স্থানীয় বাসিন্দাদের অনেকেই। সেদিন সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে যান মানিকচক থানার ওই এসআই সমীর সাহাও। আর অভিযোগ, সেখানে পৌঁছে তৃণমূল নেতাদের উদ্দেশে ‘কটূ’ কথা বলেন বলে অভিযোগ। এর পরই ক্লোজ করা হয় তাঁকে।