মেঘলা আকাশে প্রবল বৃষ্টির সম্ভাবনা! ভাসবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি, এক নজরে আজকের আবহাওয়া

বাংলা হান্ট ডেস্ক : সকাল থেকেই মেঘলা আকাশ! মাঝে মধ্যেই বইছে ঠাণ্ডা। শুক্রবারের বৃষ্টিতে ( Heavy Rain) কিছুটা হলেও স্বস্তির পরিবেশ। তবে বেশিদিন এই অবস্থা বজায় থাকবে না বলেই জানাচ্ছে ( Weather Update) আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office)।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৯.৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ১১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%

উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিংপং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৯ থেকে ১৫তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায় ভারী ও কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

শনিবার বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রিয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। ফলে কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচবেন উত্তরের আম-জনতা।

Untitled design 52

দক্ষিণবঙ্গের আবহাওয়া : হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

আগামী ১৩ তারিখ পর্যন্ত বজায় থাকবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে এই জেলার মানুষদের আগামী কয়েকদিন প্রবল দাবদাহ থেকে রক্ষা নেই।

উপকূলবর্তী জেলাগুলির জন্যে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি বজায় থাকবে। সেই মতো আগামী ২৪ ঘন্টায় ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ,বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হতে পারে।

আগামীকালের আবহাওয়া : আগামী ৭২ ঘন্টা বজায় থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। ফলে আজ শনিবারও কলকাতা এবং শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৭২ঘন্টায় বর্ষা প্রবেশ করার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।


Sudipto

সম্পর্কিত খবর