করোনার থাবায় ফুটবল স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলি, সাহায্যের আশ্বাস ফিফার।

এই মুহূর্তে করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে, করোনা ভাইরাসের সব থেকে বেশি প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে। করোনার জন্য এই মুহূর্তে বিশ্বের সমস্ত ধরনের ফুটবল বন্ধ রয়েছে, যার প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বিশ্বের বড় বড় ফুটবল ক্লাব গুলিকে। সেই কারণে এবার ফুটবলের স্বার্থে ফুটবল ক্লাবগুলোর সাহায্যে এগিয়ে এলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে সমস্ত ধরনের ফুটবল টুর্নামেন্ট, সেই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাবড় তাবড় ফুটবল ক্লাব গুলিকে। সেই কারণে ফুটবল ক্লাবগুলি সিদ্ধান্ত নিয়েছে ফুটবলারদের বেতনে কাটছাট করার, অনেক ক্লাব তাদের কোচিং স্টাফদের সাথে চুক্তিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এবার আর্থিক ক্ষতির মোকাবিলায় মাঠে নামল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফিফার তরফে একটি মার্শাল প্ল্যান করা হয়েছে আর্থিক ক্ষতির হাত থেকে ফুটবল ক্লাবগুলি কে বাঁচানোর জন্য। ফিফার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন বিলিয়ন ডলার আর্থিক সাহায্য করার।

14031829ab0d0eecafa2d439dc1c1ef6997a20e0

এইদিকে উয়েফার তরফে চ্যাম্পিয়ন লীগ এবং ইউরোপা লীগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। ফের কবে শুরু হবে এই ব্যাপারে নির্দিষ্ট করে এখনও পর্যন্ত কিছুই জানাতে পারে নি উয়েফা। এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিতে বুধবার উয়েফা একটি আলোচনায় বসেছিল কিন্তু সেই আলোচনায় কোনো সমাধান সূত্র বের করতে পারি নি উয়েফা। জানা গিয়েছে মে মাসের শেষের দিকে ফের আলোচনায় বসবে উয়েফা, পরিস্থিতি বিচার করে তখনই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর