বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বিভিন্ন জায়গায় ব্রীজ ভাঙ্গার ঘটনার পর এক জলের ট্যাঙ্ক (water tank) ভেঙ্গে পড়ার ঘটনা দেখা গিয়েছিল। কিছুদিন আগেই বাঁকুড়া জেলার সারেঙ্গায় ঘটা এই দুর্ঘটনা রাজ্য প্রশাসনের দিএকেই অঙ্গুলি নির্দেশ করে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। তিনি তাঁর দলীয় নেতা এবং ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলেন কাজের বরাত দিয়ে কনট্রাক্টরদের কাছ থেকে ভাগ চাওয়া বন্ধ করতে।
বুধবার বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে এমনটাই মন্তব্য করেন তিনি। তিনি বলেন,’জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছে এখানে। কোনো কনট্রাক্টর কই করে এরকম কাজ করে?’ মাত্র ২ বছর বয়সে গত ২২ জানুয়ারি দুপুরে বাঁকুড়ার সারেঙ্গার ফতেডাঙা গ্রামের ক্ষেতে আচমকাই ভেঙে পড়ে নীল – সাদা রংয়ের বিশাল জলের ট্যাঙ্ক। যার ফলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। অল্পকিছুদিনের মধ্যেই এই বিপত্তি দেখে বিপাকে পড়ে রাজ্য সরকারও।
কনট্রাক্টরদের বক্তব্য যা টাকা আসে তা থেকে দলীয় তৃণমূল নেতা এবং ইঞ্জিনিয়ারদের কাট্মানি দেওয়ার পর খুব সামান্য টাকাই বাকি থাকে। সেটা দিয়ে খুব উন্নতমানের ট্যাঙ্ক বানানো সম্ভব হয় না। তাই অল্প খরচে ট্যাঙ্ক বানানোয় এই বিপত্তি ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে কোন কাজ করলে তার স্থায়িত্বকাল ক্ষণস্থায়ী হয়। কিন্তু তাঁদের কিছু করার থাকে বা বলে অভিযোগ জানায় তাঁরা।
বাঁকুড়ারা প্রশাসনিক বৈঠকে সমস্ত অভিযোগ মেনে নিলেন মুখ্যমন্ত্রী। এবং তিনি তাঁর দলের নেতা এবং ইঞ্জিনিয়ারদের এই কর্মকাণ্ডের জন্য তাঁদের সাবধান করে এই রকম কাজ করতে নিষেধ করে দেন। এদিন কার্যত তিনি বিরোধীদের দাবীকে বিনা দ্বিধায় মেনে নিলেন।