ফোনে ‘হ্যালো” বলবেন না, বলুন ‘জয় বাংলা” নিদান মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ এবার নির্বাচনে তৃণমূলের সবথেকে বড় হাতিয়ার হতে চলেছে বাঙালি-অবাঙালি ইস্যু। নিজেদের বাংলা আর বাঙালীর দল প্রমাণ করতে মরিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিজেপিকে বহিরাগত বলে আক্রমণ করছেন, তেমনই আরেকদিকে বাঙালীদের মধ্যে তুমুল বাঙ্গালিয়ানা জাগ্রত করতে উঠেপড়ে লেগেছেন তিনি। আর সেই ক্রমে তিনি নিজের ভাষণের শেষে সবসময় ‘জয় বাংলা” বলছেন।

২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে ‘জয় শ্রী রাম” ধ্বনি শুনে ক্ষেপে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ভাষণ না দিয়ে ‘জয় শ্রী রাম” এর পাল্টা ‘জয় বাংলা” স্লোগান তুলে মঞ্চ ছেড়েছিলেন। আর এরপর তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে, বিজেপির কেউ ‘জয় শ্রী রাম” বললে তাঁকে পাল্টা ‘জয় বাংলা” বলুন।

আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের পরামর্শ দিয়ে বললেন যে, ফোনে হ্যালো না বলে জয় বাংলা বলুন। উল্লেখ্য, আজ মালদায় জনসভা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি নানান ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন। এমনকি তিনি মালদাবাসীদের কাছে আক্ষেপ করে বলেন, গতবাল লোকসভায় শূন্য পেয়েছি, গত বিধানসভাতেও প্রায় শূন্য। কংগ্রেসের কয়েকজন আমাদের সঙ্গে এসেছে বলে আমরা কয়েকটা আসন পেয়েছি।

তিনি বলেন, আমি যখন মালদায় আসি তখন অনেকেই আমার সভা দেখতে আসে। কিন্তু ভোট বাক্সে তাঁর প্রভাব পড়েনা। তিনি আক্ষেপের সুরেই বলেন, আমরা কি একদম পাবো না কোনদিন? মালদা কি আমরা পাবো না? এরপর মুখ্যমন্ত্রী সভা শেষে মালদাবাসীকে আবেদন করে বলেন, ‘রোজ সকালে ঘুম থেকে উঠে বলবেন জয় বাংলা। ফোনে হ্যালো বলার বদলে বলবেন জয় বাংলা।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর