বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধি রোখার জন্য ৩রা মে পর্যন্ত লকডাউন ডাকা হয়েছে। আর ৩রা মে পর্যন্ত দেশের প্রতিটি মদের দোকানও বন্ধ থাকবে। মঙ্গলবার পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) স্বরাষ্ট্র মন্ত্রালয়কে এই বিষয়ে চিঠি লেখেন। উনি কেন্দ্র সরকারকে রাজ্যে মদের দোকান (Liquor shops) খোলার জন্য অনুমতি চান। মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যের খারাপ আর্থিক অবস্থার কথা উল্লেখ করে শর্তসাপেক্ষ মদের দোকান খোলার অনুমতি চেয়েছেন।
Number of #COVID19 cases reaches 251 in Punjab including 49 cured & 16 deaths. 62 cases have been reported in SAS Nagar, 48 in Jalandhar & 31 in Patiala: Punjab Health Department pic.twitter.com/PMCz0JQT8W
— ANI (@ANI) April 21, 2020
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং রবিবার বলেছেন যে, রাজ্যে ৩রা মে পর্যন্ত লকডাউনে কোনরকম ছাড় দেওয়া হবেনা। সরকার জানিয়েছে যে, রাজ্যে লকডাউন খতম করার জন্য যেকোন নির্ণয় বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে দেওয়া রিপোর্টের পরই নেওয়া হবে। আশা করা হচ্ছে যে, কমিটি এই সপ্তাহেই নিজেদের রিপোর্ট পেশ করবে।
মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং পুলিশের আমলাদের সমস্ত জেলায় কড়া ভাবে কার্ফু লাগু করার সাথে সাথে প্রয়োজনীয় বস্তু উপলব্ধ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে শুরু হতে চলা রমজান মাস থেকে কার্ফু পাস জারি করার জন্য বলেছেন।
আপনাদের জানিয়ে দিই, মঙ্গলবার পাঞ্জাবে নতুন করে ৬ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাজ্যে করোনা সংক্রমিতদের সংখ্যা বেড়ে ২৫১ হয়েছে। এদের মধ্যে ৪৯ জন ঠিক হয়ে বাড়ি ফিরেছেন আর ১৬ জনের মৃত্যু হয়েছে।