ডিজিটাল রেশন কার্ড তৈরি ও ভুল সংশোধনের সময়সীমা বাড়ল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এনআরসি ইস্যু প্রকাশ্যে আসতেই নতুন করে ডিজিটাল রেশন কার্ড তৈরির হিড়িক পড়েছে৷ অন্যদিকে ডিজিটাল রেশন কার্ডে ভুলভ্রান্তি সংশোধনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 9-27 সেপ্টেম্বর অবধি সময় সীমা ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু অত্যন্ত কম সময়সীমার মধ্যে এখনও অবধি রাজ্যের বেশির ভাগ রেশন কার্ড গ্রাহকরা তাঁদের ডিজিটাল রেশন কার্ড তৈরি করার আবেদন করতে পারেননি এবং অনেকেরই ডিজিটাল রেশন কার্ডে যে ভুল হয়েছে তা সংশোধনের সুযোগ পাননি তাই বুধবার মেদিনীপুরের ডেবরার প্রশাসনিক বৈঠক থেকেই দ্বিতীয় ধাপে ডিজিটাল রেশন কার্ড তৈরি এবং ভুল সংশোধনের সময়সীমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানা গিয়েছে প্রথম ধাপে রেশন কার্ড তৈরি ও সংশোধনের প্রক্রিয়া আগামী শুক্রবার শেষ হচ্ছে৷ তবে দ্বিতীয় ধাপে 5 নভেম্বর থেকে 30 নভেম্বর অবধি আবারও রেশন কার্ড তৈরি এবং ভুল সংশোধনের কাজ হবে৷ যদিও বুধবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কার্ড তৈরি ও ভুল সংশোধনের সময়সীমা বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু ঠিক কতদিন বাড়বে বা কবে থেকে আবার শুরু হবে সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি৷ মুখ্যমন্ত্রী নিজেই এ কথা ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড তৈরি এবং ভুল সংশোধন কাজ চলছে বোরো অফিস, মিউনিসিপ্যালিটি, বিডিওতে৷ 9 সেপ্টেম্বর থেকেই ছুটির দিন বাদে সকাল সাড়ে দশটা থেকে বিকেল 5 টা অবধি কাজ চলছে৷

X