রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! আগামী বছর পুজোয় টানা ছুটি 15 দিন, ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্ক : উত্সবের মরসুম এখনও অবধি শেষ হয় নি, কিন্তু এরই মধ্যে আগামী বছরের পুজোর জন্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেহেতু সারা বছর সরকারি কর্মচারীরা হাড় ভাঙা পরিশ্রম করেন তাই তাদের কথা মাথায় রেখে উত্সবের দিনগুলিতে যাতে তাঁরা একটু ভালোভাবে সময় কাটাতে পারেন তার জন্য ছুটি দিতে চান, শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাই আগামী বছর পুজোয় রাজ্য সরকারি কর্মচারীরা টানা পনেরো দিন ছুটি পাবেন৷New Project 58

19-31 অক্টোবর অবধি দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা৷ যেহেতু 17,18 অক্টোবর শনি ও রবিবার তাই এক টানা ছুটির খবরে যথেষ্টই খুশি রাজ্য সরকারি কর্মচারী মহল৷ একই সঙ্গে এ বার ছট পুজোতেও তিন দিন করে ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা৷ তবে সদ্য সমাপ্ত শারদ উত্সবের কিন্তু এ বার টানা 14 দিন ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ 2 অক্টোবর গাঁধী জয়ন্তী উপলক্ষে স্কুল বাদে সমস্ত দফতরগুলি প্রায় বন্ধ ছিল তাই লক্ষ্মীপুজোর পর অর্থাত্ 16 অক্টোবর তারিখে সমস্ত দফতর খুললে আবারও কালীপুজো এবং ভাইফোঁটা উপলক্ষে ছুটি পড়ে যায়৷ হিসেব অনুযায়ী প্রায় 20 দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা৷

সম্পর্কিত খবর