লোকসভা নির্বাচনের শুরু থেকেই রাজ্যের শাসক শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেকেই। লোকসভা নির্বাচনের সময়ও রাজ্যে তৃণমূলের ফলাফল খুব একটা মসৃণ হয়নি। আর নির্বাচনের পর থেকে বিজেপির মিরাক্কেল ফলাফল দেখে সকলেই প্রায় শাসক শিবিরকে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক লাগিয়েছেন। এবার বিজেপির দল ভাঙানোর বিপক্ষে গিয়ে বিজেপিকেই ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিল তৃণমূল। কয়েকদিন আগে মুকুল গড়ে তো ভাহন ধরিয়েছিলেন এবার দিলীপ গড়ে ভাঙন ধরিয়ে মুকুলকে জবাব দিল তৃণমূল।
লোকসভা নির্বাচনের পর থেকে যেভাবে দল ছাড়া হচ্ছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা তাতে মুকুল রায়কে দায়ী করা হচ্ছিল। যেহেতু দল গড়ার মতো দল ভাঙার হুমকি দিয়েছিলেন এবং সাতদফায় যোগদানের কথা জানিয়েছিলেন তাতে সকলেই একেবারে স্পষ্ট্য ভাবে মুকুলকেই দায়ী করছিল। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় তৃণমূলও। তাই তো বিজেপিতে দ্বিতীয় দফায় যোগদানের আগেই বিজেপিকে পাল্টা দিতে শুরু করেছে তৃণমূল। তাইতো এবার আবারও ঘরের ছেলেরা ফিরতে শুরু করেছে ঘরে। এতদিন অবধি যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরা এবার তৃণমূলে ফিরেছেন। দলত্যাগী নেতা-কর্মীরা এবার যোগ দিচ্ছেন তৃণমূলে। পঞ্চায়েত, পুরসভাও পুনর্দখল করেছে তৃণমূল।আর এই ঘটনাকে তৃণমূলের হার বলেই ধরছেন অনেকে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বিষয়টিকে মমতার মুকুলকে গোল করা বলছেন। কিছুদিন আগে কেতুগ্রামে পালিত গ্রামে 150 জন বিজেপি কর্মী আবারও তৃণমূলে যোগ দিয়েছেনন কেতুগ্রামে 150 জন বিজেপি কর্মী যোগদান করেন তৃণমূলে। এর আগে মুকুল গড়ে থাবা বসিয়েছিল তৃণমূল। পুজোর পরে মেদিনীপুর ব্লকের 30 জন কর্মী বিজেপি যোগ দিয়েছেন তৃণমূলে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]