লক্ষ্যে অবিচল! প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিলেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : একুশের নির্বাচনের আগেই তিনি একেবারে স্পিকটি নট। তাই তো আগে যে ভাবে যে কোনও অনুষ্ঠান বা সামাজিক ইস্যুকে কেন্দ্র করে হঠাত করে মুখ খুলতে দেখা যেত এখন প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই তা থেকে কয়েক কদম দূরেই থাকতে পছন্দ করেন মুখ্যমন্ত্রী। তাই ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়দানের পরেও চুপ থাকলেন তিনি।mamata and prashant

শুধুমাত্র ফেসবুকে একটি কবিতা লিখে পোস্ট করলেন তার পর আর অযোধ্যা ইস্যুকে কেন্দ্র করে কোনও উচ্চবাচ্য করতে দেখা গেল না মাননীয় মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই অযোধ্যা মামলার রায়দান নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা মুখ খুলেছেন। হায়দরাবাদের সাংসদ থেকে শুরু করে তারকা এবং লেখিকাও অযোধ্যা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন যদিও এখনও অবধি নিশ্চুপ মমতা।

তবে এহেন সিদ্ধান্তের কারণ কী? তিনি আগে থেকেই রাজ্যবাসীর উদ্দেশ্যে অযোধ্যা মামলার রায়দান যেদিকেই যাক না কেন তা নিয়ে মন্তব্য করতে মানা করেছিলেন তাই সে বিষয়ে রাজ্যে তেমন কোনও তোলপাড় দেখা যায়নি কিন্তু তিনি নাকি ভোট গুরু প্রশান্ত কিশোরের পরামর্শ মেনেই চুপ রয়েছেন এমনটাই দাবি ঘনিষ্ঠ মহলের।

আসলে লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর এক প্রকার শিক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী আর তাই এখন প্রশান্ত কিশোরের পরামর্শ ছাড়া সে ভাবেই তাঁকে মুখ খুলতে দেখা যায় না। তাই অযোধ্যা মামলার রায়দানের পরেও তাঁর কোনও মন্তব্য না করার পিছনে প্রশান্ত কিশোরের হাত আছে বলেই অনেকেই মনে করছেন।

সম্পর্কিত খবর