বাংলা হান্ট ডেস্ক : সোমবার নোবেল জয়ীদের তালিকায় উঠেছে ভারত তথা বঙ্গ সন্তান অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম, অমর্ত্য সেনের পর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনি। অভিজিত্বাবুর নোবেল জয়ের পর তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, তবে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে গিয়ে তাঁকে অভিজিতের বদলে অভিষেক বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।যদিও একবার নয় দু দুবার এমনই ভুল করেছেন তিনি।
আর মুখ্যমন্ত্রীর এই নাম বিভ্রাটের জেরে জোর বিতর্ক উঠেছে রাজ্য জুড়ে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে অভিষেক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই তিনি বলেন, বাংলায় এর আগে অমর্ত্য সেন নোবেল পেয়েছেন তার পর মাদার টেরিজা, যদিও এ বার বাংলা থেকে আরও একজন নোবেল জয়ী হলেন তিনি অভিষেকবাবু। একই সঙ্গে ক্রিকেটের তুলনা টেনে জগমোহন ডালমিয়া আগে যেখানে ছিলেন সেই সুযোগ পেলেন সৌরভ, পাশাপাশি বাংলার একটা গর্বের দিকে যাচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এমন কী বক্তব্য রাখতে গিয়ে পুজো কার্নিভাল কেউ টেনে আনতে ভুল করেন নি তিনি। তবে কী ভাবে একজন বঙ্গসন্তানের নোবেল জয় নিয়ে এত বড় ভুল করলেন মুখ্যমন্ত্রী? অভিজিত থেকে কী ভাবে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন? এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনই মুখ্যমন্ত্রীর আগে একাধিক বার বক্তব্যে ভুলের প্রসঙ্গ কেউ এড়িয়ে যাচ্ছে না। উল্লেখ্য মুখ্যমন্ত্রী এ দিন সাংবাদিক বৈঠক সেরে বিকেল পাঁচটার দিকে অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান।
সেখানেই তাঁর মায়ের সঙ্গে কথাও হয়েছে। এমনকি এর পর কলকাতায় ফিরলে অভিজি বাবুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেখানে নির্মলা দেবীর হাতে ফুল ও মিষ্টি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আধ ঘণ্টা কথাবার্তার পর রাজ্য সরকার অভিজি বাবুকে সংবর্ধনা দেবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।