বাংলা হান্ট ডেস্ক : পুজোর মুখে কলকাতা সফরে আসার কথা ছিল অমিত শাহের। অবশেষে অমিত শাহের কলকাতা সফর মঞ্জুর করল রাজ্য সরকার। যদিও রাজ্যের দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে অমিত শাহ আগেই জানিয়েছিলেন কলকাতার পুজো উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। চলতি বছরে শহর কলকাতায় বেশ কয়েকটি দুর্গাপুজো উদ্বোধনের কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে চলতি বছরের 1অক্টোবর তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের নিয়ে সভা করার কথা রয়েছে অমিত শাহের। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি গ্রাহ্য হয়েছে।
তবে এবার যেন সুরবদল। কারণ লোকসভা নির্বাচনের আগে ও পরে বেশ কয়েকবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যে বিজেপির সভা নিয়ে চরম দ্বন্ধ বেঁধেছিল। কখনও সভার নাম করে আবার কখনও আইনশৃঙ্খলার দোঁহাই দেখিয়ে বিজেপির আবেদন মঞ্জুর করা হয় নি। নির্বাচনী প্রচারের সময়েও অমিত শাহের হেলিকপ্টার অবতরন নিয়ে কম কীর্তি হয় নি। আর তার জেরেই সমালচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে।
কিন্তু অবস্থান বদল করেনি সরকার। অবশেষে লোকসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে চিত্রের বদল হতে শুরু করে। রাজ্যে বিজেপির আগ্রাসী মনোভাবের কাছে মাথা নত করেননি ঠিকই কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতেও জড়াননি। বিশেষ করে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর বিজেপি-গেরুয়া বাহিনী সম্পর্ক কিছুটা হলেও নরম হয়েছে।
তবে রাজ্য সরকারের হঠাত্ অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে। তবে অনেকেই রাজীব ইস্যুকে প্রধান কারণ হিসেবে দেখছে। সারদা কাণ্ডে পিঠ বাঁচাতেই এই অনুমতি দেওয়া হল বলেই দাবি করেছেন তিনি।