বাংলায় মোহন ভাগবত, সঙ্ঘ প্রধানের আপায়্যনে তৎপর মুখ্যমন্ত্রী! বললেন আবার যেন দাঙ্গা না বাঁধায়

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গ বিজেপি এক অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে উপনির্বাচনে যখন মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে তখন ‘গৃহদাহ’ও গলার কাঁটা হয়ে রয়েছে। তথাগত রায়ের মতো বর্ষীয়ান নেতার বারংবার কড়া সমালোচনায় বিদ্ধ বঙ্গ বিজেপির একটা বড় অংশ। আর এসবের মধ্যেই রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধান মোহন ভগবত। সোমবারই কলকাতায় এসেছেন সংঘ প্রধান। তিনদিনের বঙ্গ সফর তাঁর। আজই সন্ধ্যায় যাবেন কোশিয়ারীতে।

এদিকে, আজ সকালে পশ্চিম মেদিনীপুর সফরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোহন ভাগবতের আগমনের খবর অবশ্য আগেভাগেই পৌঁছে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে৷ মোহন ভগবতকে ফল, মিষ্টি পাঠানোর জন্য নির্দেশও দেন তিনি৷ কেশিয়ারির আইসি-র সঙ্গে কথা বলার সময়ই মমতা বলেন, ‘কী ব্যাপার, আপনাদের এখানে নাকি আরএসএস-এর চিফ আসছেন৷ দেখে নেবেন, প্রশাসনের তরফে ওনাকে ফল, মিষ্টি পাঠাবেন৷ যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই৷ ভাল করে নিরাপত্তার ব্যবস্থা করবেন৷’

এরপর মুখ্যমন্ত্রী আরোও বলেন, ‘আবার বেশি বাড়াবাড়ি করতে যেও না৷ দেখো যাতে দাঙ্গা না বাঁধায়৷’ কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মুকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷

প্রসঙ্গত উল্লেখ্য, সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আজ সন্ধ্যাতেই কেশিয়ারি আসছেন মোহন ভগবৎ৷ বলা বাহুল্য, বাংলায় ব্লক স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে আরএসএস। ২০১৯ সালের অগাস্ট মাস থেকে শুরু করে এটি ভাগবতের ষষ্ঠ বঙ্গ সফর হতে চলেছে। যদিও তাঁর বিস্তারিত কর্মসূচি সম্পর্কে কিছু জানা যায়নি৷

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর