আমাদের ছেলেমেয়ারা বিশ্ব জয় করবে-হিংসে করলে হবে না, দিলীপকে কটাক্ষ করে বললেন মমতা

বাংলা হান্ট ডেস্ক : সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যে মীরাক্কেল ফলাফলের পর বিজেপি যে ভাবে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তাতে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে তৃণমূল। আর তাই তো বার বার তৃণমূলের সঙ্গে বিজেপির প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি লক্ষ্য করতে কার্যত অভ্যাসে পরিণত হয়েছে রাজ্যবাসীর। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বারবার রাজ্যের শাসক শিবিরকে তোপ দাগছে বিজেপি যদিও তা কোনও ভাবেই ছেড়ে দিতে নারাজ শাসক শিবির। বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নিতে মরিয়া মমতার সরকার। তাই এ বার দিলীপ ঘোষের অভিজিত অধিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আধা বাঙালি বলে উল্লেখ করার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে তোপ দাগলেন।697434 mamata dilip ghosh 1

বৃহস্পতিবার নবান্নের সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে বিজেপি কে তোপ দেগে বাংলা ইজ দা টপ অফ দ্য টপ, তাই হিংসা করলে হবে না এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে নোবেল পাওয়া বঙ্গ সন্তান অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেই বিজেপির রাজ্য সভাপতি যেভাবে কটাক্ষ করেছেন তার বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তিনি দিলীপের নাম করে আমাকে যদি কেউ প্রশ্ন করেন আমি আধা বাঙালি আধা মারওয়াড়ি কথাটি কি ঠিক? প্রশ্ন ছুড়ে দেন

একই সঙ্গে মায়ের কোনও জাত হয় না বর্ণ হয় না মা আধা আর হয় না মা পুরো হয় মায়ের আঁচলের মর্যাদার তাঁরাই বসে যাঁরা মাকে ভালবাসে” এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে শুধুমাত্র দিলীপ ঘোষকেই নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগতে ভোলেননি মুখ্যমন্ত্রী। অমিত শাহের সোনার বাংলা গড়ার ডাক দেওয়ার প্রসঙ্গ তুলে বাংলা থেকে বিজ্ঞানী তৈরি হয় না বলে অমিত শাহ যে মন্তব্য করেছিলেন খানিকটা তাঁর বিরুদ্ধে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

তাই তিনি বলেছেন বাংলা থেকে বিজ্ঞানী হয় না এমনটা ভুল কারণ আমাদের বাংলা এমন নয়, তাই তো বাংলাকে টপ অফ দ্য টপ বলেন তিনি। শুধু তাই নয় নাসা বা ভাষাতে সব জায়গাতেই রয়েছে বাংলার ছেলে মেয়েরা, তাই হিংসে করলে হবে না কারণ আমাদের ছেলেমেয়েরাই সারা বিশ্বেই সবটাই জয় করবে, বলেন মমতা।


সম্পর্কিত খবর