কোভিড সংক্রান্ত ড্রাগস এবং অক্সিজেনের উপর জিএসটি কমাতে ফের মোদিকে চিঠি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ সারা ভারতজুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। বাদ পড়েনি আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গও। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃতের সংখ্যাও।পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে স্বাস্থ্যব্যবস্থাও। এই অবস্থায় ফের একবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও প্রধানমন্ত্রী অফিসকে একাধিকবার চিঠি লিখেছেন মমতা। গত দিনেই খুব জরুরি একটি চিঠিতে রাজ্যের অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন তিনি। এবার রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য ফের একবার পিএমওকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফের একবার ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস সরকার। নিজের প্রথম ভাষনেই, তার প্রাথমিক লক্ষ্য স্পষ্ট করে দিয়ে মমতা জানিয়েছেন, পশ্চিমবঙ্গকে করোনা মুক্ত করাই এখন সরকারের একমাত্র উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই পরপর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।

তবে সংক্রমনের আধিক্যের জেরে যে কোন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নেই এখন রীতিমতো প্রশ্নের মুখে। অন্যদিকে বাংলায় রোজই বাড়ছে কোভিডের আক্রমণ। আর সেই কারণেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে এবার কেন্দ্র সরকারের সমান সহায়তার জন্য চিঠিতে অনুরোধ জানালেন মমতা।

গতবার নিজের চিঠিতে রাজ্যের দৈনিক অক্সিজেনের বরাদ্দ বাড়িয়ে ৫৫০ মেট্রিকটন করার জন্য কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই চিঠির উত্তরে কেন্দ্র কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে তবে তার আগে আরো একটি পত্রের ফের একবার কেন্দ্রের কাছে উদ্বেগ প্রকাশ করলেন মমতা। পিটিআই সূত্রে খবর অনুযায়ী, এই চিঠিতে অক্সিজেন,অক্সিজেন সিলিন্ডার, কোভিড সম্পর্কিত ড্রাগসের ওপর কেন্দ্রকে কাস্টমস শুল্ক এবং জিএসটি কমানোর জন্য আবেদন জানিয়েছেন মমতা।

একদিকে যখন ভয়াবহ ভাবে বেড়ে উঠেছে করোনার সংক্রমণ। তখনই অন্যদিকে ওষুধ এবং অন্যান্য সরঞ্জামের মূল্য বৃদ্ধিতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে সাধারণ জনগণকে। এর উপর রয়েছে কালোবাজারিও।

তাই প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আর্জি গৃহীত হলে কিছুটা যে সুবিধা পাবেন কোভিড রোগী ও তার পরিবার তা বলাই বাহুল্য।


Abhirup Das

সম্পর্কিত খবর