বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে আবারও ইন্টার্ন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে এবার বিশ্ববিদ্যালয়ে দু বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি৷ তাই উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি জানান অন্যান্য রাজ্যে কলেজগুলিতে অনেক পড়ুয়া পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করে৷ তাই অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও দু বছরের একটা প্রশিক্ষণ দিয়ে ছেলে মেয়েদের ফ্ল্যাগশিপ নিয়ে আসা হবে এবং তারপর রেজাল্ট ও বাইরেটা ভাল বলে তাঁদের চাকরির ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা দেওয়া হবে৷
পাশাপাশি ছাত্রদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন তারা যদি দুই বছর ধরে রাজ্য সরকারের দেওয়ার সুযোগে সমস্ত সরকারি প্রকল্পে কাজ করা প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রচার করে সে ক্ষেত্রে নতুন প্রকল্পটি তাঁদের জন্য উত্সর্গ করতে চান৷ তাই কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে এই ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ শুরু করার কথাও জানান তিনি৷ অন্যদিকে ছাত্রদের ভবিষ্যত্ যাতে ভাল হয় এবং আগামী দিনে অনেক কাজ করতে পারে সে ক্ষেত্রে তাঁদের অভিনন্দন দেন তিনি৷
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ ঘোষণার পর রাজ্যজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কারণ এর আগেই স্কুলে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তখন রাজ্যের হবু শিক্ষকদের এবং চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল ঠিক তার পরেই এ বার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের ঘোষণা কার্যত আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে৷