বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যবাসীর মধ্যে এমনিতেই রয়েছে ব্যাপক উন্মাদনা। এরই মাঝে নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াক (Kalighat Skywalk) উদ্বোধন করার সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ নবান্ন থেকে তিনি জানিয়েছেন, চলতি মাসেই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগের দিন ১৪ই এপ্রিল কালীঘাটের মায়ের মন্দিরে পৌঁছানোর স্কাইওয়াক উদ্বোধন করা হবে।
কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ জানালেন মমতা (Mamata Banerjee)
কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) আগেই কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধনের সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো লন্ডন সফরে থাকাকালীন তিনি বলেছিলেন, ‘বছরের শেষ দিন কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হবে। সময় ও সূচি এখনও স্থির হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লন্ডন থেকে ফিরে এসে সেসব স্থির করবেন।’
যেমন কথা তেমন কাজ! বিদেশ সফর শেষে শান্তিপূর্ণভাবে ইদ পালন করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই শুভ কাজ সেরে ফেলতে ঘোষণা করলেন কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করার দিনক্ষণ। আজ অর্থাৎ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মমতা। সেখান থেকেই তিনি জানিয়েছেন,’আগামী ১৪ এপ্রিল কালী মন্দিরের স্কাইওয়াক ও উন্নয়ন উদ্বোধন।’ আজকের বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ। তিনি জানালেন, ‘এ মাসেই জগন্নাথ মন্দিরেরও উদ্বোধন হবে। আমাদের অনেক কাজ আছে।’
আরও পড়ুন: BREAKING: কী হবে ভবিষ্যৎ? রাত পোহালেই, SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট
অনেক আগেই দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরীর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। দিনটা ছিল ২০১৮ সালের ৫ নভেম্বর। ওইদিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময় কালীঘাটেও স্কাইওয়াক তৈরী করার কথা ঘোষণা করেছিলেন তিনি। অবশেষে বাংলা নবর্ষের আগে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। উদ্বোধনের পরেই আমজনতার জন্য খুলে যাবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক।
অভিনব এই স্কাইওয়াক তৈরির জন্য মোট ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত ২০১৮ সালে তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাত দেওয়া হয়েছিল। প্রথমদিকে হকারদের পুনর্বাসন নিয়ে সমস্যা দেখা দিলেও এখন সেসব মিটে গিয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে স্কাইওয়াকের কাজও। এখন শুধু উদ্বোধন হওয়ার অপেক্ষা। অন্যদিকে স্কাইওয়াক উদ্বোধনের আগেই সোনার অলংকারে সেজে উঠছে মায়ের মন্দিরও। এই মন্দিরের মাথায় বসানো হয়েছে তিন তিনটি সোনার চূড়া। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি ৫০ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে মন্দিরের চূড়োয়।