‘জঙ্গলসুন্দরী শিল্পনগরী’তে হবে লক্ষ লক্ষ কর্মসংস্থান, ভোটের আগে বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলা সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে জঙ্গলমহল সফরে রয়েছেন তিনি। বৃহস্পতিবার জঙ্গলমহল পুরুলিয়ায় (Purulia) হুটমুড়ার ময়দানে প্রশাসনিক জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই এদিন বড় ঘোষণা করলেন তিনি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে ‘জঙ্গলসুন্দরী শিল্পনগরী’তে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।

দুদিন আগেই রাজ্য বাজেট পেশ করেছে মমতা সরকার। তাতে, এই ‘জঙ্গলসুন্দরী শিল্পনগরী’র ২,৫০০ একর জমিতে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পাশাপাশি লক্ষাধিক চাকরির সুযোগেরও উল্লেখ করা হয়েছিল তাতে। এদিন সেই সুরেই মুখ্যমন্ত্রী বলেন, “‘জঙ্গলসুন্দরী কর্মনগরী’ রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। লক্ষ লক্ষ ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে। বেকারদের আর ঘুরে বেড়াতে হবে না। ”

উল্লেখ্য, রঘুনাথপুরে ‘জঙ্গলসুন্দরী কর্মনগরী’ তে মোট ২৪৮৩.০৬ একর জমি রয়েছে। যার থেকে ৬০০ একর জায়গা শ্যাম স্টিলকে দিয়েছে রাজ্য, যেই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ৩৫,০০০। এই কারখানা গড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে, রাজ্যের দেউচা-পাঁচামি কয়লা ব্লকের খনি রূপায়নের কাজও ভালভাবে এগোচ্ছে বলেই জানা গিয়েছে।

এদিন জঙ্গলমহল পুরুলিয়ার ক্ষুদ্র শিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করতে এবং এগিয়ে নিয়ে যেতে মুখ্যসচিব ও জেলাশাসককে নির্দেশ দেন মাননীয়া। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে শিল্পায়নের প্রসারে তিনটি প্রধান ইন্ডাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডর ডানকুনি-হলদিয়া, ডানকুনি- রঘুনাথপুর ও ডানকুনি- কল্যানীর প্রস্তুতি চলছে।

mamata

জনসভায় এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন , “এই তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডর হলে শিল্পের প্রসার ঘটবে। রাস্তার পর রাস্তা জুড়ে শিল্প হবে। ডানকুনি- রঘুনাথপুর রাস্তা বর্ধমান থেকে বড়জোড়া হয়ে রঘুনাথপুরে মিশে যাবে। অনেকগুলো জেলা উপকৃত হবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর