রাজ্যে এবার ৭০টি মহকুমা! নতুন কোনটি? মুর্শিদাবাদ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসের শুরুতেই মুর্শিদাবাদের নানান প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির (Murshidabad Violence) ঘটনা ঘটেছিল। মাসখানেক পর এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে একটি সভা করেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই রাজ্যে নতুন মহকুমা তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারের সভা থেকে একগুচ্ছ ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)!

গত এপ্রিল মাসে মুর্শিদাবাদের নানান এলাকা অশান্ত হয়ে উঠেছিল। সুতি, ধুলিয়ান সহ একাধিক অঞ্চলে হিংসার আগুন জ্বলতে দেখা যায়। এদিন এই সুতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়েই নতুন মহকুমা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ফলে এবার রাজ্যে মহকুমার সংখ্যা ৬৯ থেকে বৃদ্ধি পেয়ে ৭০টি হতে চলেছে।

মমতা এদিন বলেন, ‘সুতি, ধুলিয়ান, ফারাক্কা লোকসভা নির্বাচনে মালদহের সঙ্গে পড়ে। বিধানসভা ভোটের ক্ষেত্রে মুর্শিদাবাদের সঙ্গে পড়ে। এই জায়গায় প্রশাসনকে আরও মজবুত করতে সুতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়ে নতুন মহকুমা অফিস বানানো হচ্ছে। এক-দেড় মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা করছি। আপনাদের তাহলে আর কষ্ট করে দূরে যেতে হবে না। বাড়ির কাছে সুতি, ধুলিয়ান ও ফারাক্কার মধ্যবর্তী কোনও জায়গায় এই মহকুমা সদর দফতর নির্মিত হবে’।

আরও পড়ুনঃ সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা! ১ পাকিস্তানি নাগরিককে ধরল BSF! সহজ হবে পূর্ণমকে ফেরানো?

মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকাগুলি বেশ স্পর্শকাতর। এখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার (Government of West Bengal) এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করছেন কেউ কেউ।

Mamata Banerjee SSC recruitment scam

উল্লেখ্য, সুতি, ধুলিয়ান ও ফারাক্কা এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমার অধীন। তবে মুখ্যমন্ত্রী এদিন নতুন মহকুমা তৈরির ঘোষণা করেছেন। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নয়া মহকুমা অফিস তৈরি হয়ে যাবে বলে আশা করছেন মমতা (Mamata Banerjee)। এদিন সুতির সভা থেকে এমনটাই ঘোষণা করেছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X