উত্তরবঙ্গ থেকে দিঘা অবধি যাবে বাস! পুলিশের উদ্দেশেও কড়া বার্তা দিলেন মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে (North Bengal Trip) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এদিন বিকেলেই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে (Business Summit) বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে ব্যবসায়ীদের একাধিক সুবিধা-অসুবিধার কথা শোনেন তিনি। অধিকাংশের সমাধানও বাতলে দেন। সেই সঙ্গেই বেশ কিছু ঘোষণাও করেন।

বিজনেস সামিট থেকে কী ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?

তৃণমূল আমল থেকে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। একই ধাঁচে উত্তরবঙ্গেও শিল্পের জোয়ার আনতে এদিন বিজনেস সামিটের আয়োজন করা হয়। সেখানে ৮টি জেলার একাধিক শিল্পপতি ও উদ্যোগপতি হাজির হয়েছেন বলে খবর। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিল্পের জন্য রাজ্যের নিজের জমি ব্যাঙ্ক আছে। প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছেন। ছোট ছোট শিল্পেও প্রচুর কর্মসংস্থান হয়। সেই কারণে ভারী ও ক্ষুদ্র, দুই ধরণের শিল্পেই আমরা গুরুত্ব দিচ্ছি’।

এদিনের বৈঠকে উত্তরবঙ্গের (North Bengal) ব্যবসায়ীরা নিজেদের অসুবিধা, সমস্যা সম্বন্ধে মুখ্যমন্ত্রীকে জানান। একজন ছোট ব্যবসায়ী বলেন, ‘রাস্তায় যখন শিল্পপতিদের গাড়ি যায়, জিএসটি, টোল ট্যাক্স, পুলিশ ইত্যাদির হয়রানির জেরে কস্টিং বৃদ্ধি পায়। গোটা দেশজুড়ে এটা। গাড়ির ভাড়াও বৃদ্ধি পেয়েছে। আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওরা কোনও জায়গায় ১০০ টাকা খরচ করলে, আমাদের ৫০০ টাকা বলে’।

আরও পড়ুনঃ গুরুতর অভিযোগ! পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চাকরিহারাদের শিক্ষকদের! জোর শোরগোল

ওই ব্যবসায়ী নিজের কথা সম্পূর্ণ করার আগেই মুখ্যমন্ত্রী বলেন, ‘জিএসটি, টোল ট্যাক্স সবটাই কেন্দ্রের। এখন তো একটাই ট্যাক্স। আগে রাজ্য নিত। রাজ্যের যদি হতো, আমি এখনই বলে দিতাম, নেব না। তবে আমরা অনুরোধ করে দেখতে পারি। ছোট ব্যবসায়ীদের কেন ছাড় দেওয়া হবে না!’ কিছুক্ষণ থেমে মমতা বলেন, ‘তবে পুলিশ কোনও ট্যাক্স যাতে না নেয়, সেটা পুলিশকেই দেখতে হবে’।

mamata banerjee

এর পাশাপাশি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চের উদ্বোধনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী জুলাই মাসেই উদ্বোধন হতে পারে বলে জানান তিনি। সেই সঙ্গেই বলেন, এর জন্য রাজ্যের ৫০১ কোটি টাকা খরচ হয়েছে। মমতার কথায়, ‘উত্তরবঙ্গের মানুষকে কথায় কথায় কলকাতায় যাতে না যেতে হয়, সেই কারণে এই উদ্যোগ। সম্ভবত ১২ জুলাই উদ্বোধন হবে। তবে হাইকোর্ট এটা ঠিক করবে’।

একইসঙ্গে উত্তরবঙ্গ থেকে দিঘা অবধি বাস সার্ভিসের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত এপ্রিল মাসে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। এবার উত্তরবঙ্গবাসী সহজেই বাসে চেপে সৈকত শহরে যেতে পারবেন। মমতা (Mamata Banerjee) বলেন, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে রোজ দিঘার উদ্দেশে ভলভো বাস রওনা দেবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X