বাংলা হান্ট ডেস্কঃ তেরো থেকে তিরাশি, পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেক মানুষের জন্যই কোনও না কোনও প্রকল্প চালু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ছাত্রছাত্রীদের জন্য তরুণের স্বপ্ন, কৃষকদের জন্য কৃষক বন্ধু সহ একাধিক স্কিমের নাম রয়েছে সেই তালিকায়। এবার এমনই একটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
কোন প্রকল্প নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করা হয়েছে। ২০১৯ সালে এই স্কিমের সূচনা হয়। বিগত কয়েক বছরে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বাংলার বহু কৃষক। শুক্রবার তথা আজ থেকে রাজ্য সরকারের এই স্কিমের টাকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার মমতা (Mamata Banerjee) জানান, কৃষকবন্ধু প্রকল্পে এবার রবি শস্যের জন্য রাজ্য আর্থিক সাহায্য প্রদান করবে। সেই কারণে ২৯৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের জন্য ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে সাহায্য করা হবে।
আরও পড়ুনঃ বীরভূমে ফের তৃণমূল ভার্সেস তৃণমূল! কেষ্টবাহিনী এবার যা করল … তোলপাড় রাজ্য!
মুখ্যমন্ত্রীই জানান, শুক্রবার থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের (Government Scheme) টাকা পাঠানো শুরু হবে। একইসঙ্গে জানান, চলতি বছর এখনও অবধি ৫৮৫৯ কোটি টাকা সাহায্য করা হয়েছে। ২০১৯ সাল থেকে এই স্কিম শুরু হওয়ার পর ২১ হাজার ১৩৪ কোটি টাকা সাহায্য করা হয়েছে দাবি করেন তিনি।
এদিন কৃষক বন্ধু প্রকল্পের প্রেক্ষিতে কেন্দ্রকেও আক্রমণ শানান মমতা। সাফ বলেন, ‘এটা সম্পূর্ণটাই রাজ্যের টাকা। কেন্দ্রের কোনও সাহায্য নেই’। কৃষক বন্ধুর পাশাপাশি এদিন বাংলার শস্য বিমা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নভেম্বর মাস অবধি ১ কোটি ২ লক্ষ কৃষক এই বাংলার শস্য বিমা স্কিমের সুবিধা পেয়েছেন। টাকার অঙ্কটা ৩২২১ কোটি।
এদিকে চলতি বছর বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই কারণে বাংলার শস্য বিমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সেপ্টেম্বর থেকে বাড়িয়ে তা নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা (Mamata Banerjee) বলেন, নতুন করে প্রায় ৬৫ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। রাজ্যের নানান জেলায় রিপোর্ট খতিয়ে দেখার পর যোগ্য কৃষকদের আগামী ডিসেম্বর মাসের মধ্যে রাজ্য টাকা দেবে বলে জানিয়েছেন তিনি।