পয়লা বৈশাখের আগেই মিলবে আরও একটি ছুটি! দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে তোষণের রাজনীতি, পাল্টা বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতির অভিযোগ উঠেছে। এই আবহে সম্প্রীতির বার্তা দিয়ে বড় ঘোষণা করলেন মমতা। আগামী ১০ এপ্রিল রাজ্যে নয়া ছুটি (Government Holiday) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

১০ এপ্রিল কীসের জন্য ছুটি (Government Holiday) ঘোষণা করা হল?

বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের উদ্যোগে নবকার মহামন্ত্র দিবস উদযাপিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই মমতা জানান, মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) রাজ্য সরকারি ছুটি থাকবে।

এদিন বক্তব্যের শুরুতেই সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, ঐক্য-সম্প্রীতি থাকলে একদিকে দেশ যেমন এগোবে, তেমনই মজবুত হবে অর্থনীতি। মমতার কথায়, ‘বাংলায় দুর্গাপুজো থেকে ইদ, মহাবীর জয়ন্তী থেকে বড়দিন, সব ধর্মের উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয়। আমায় গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরে আসব না’।

আরও পড়ুনঃ বাধ্যতামূলক হল OTP! বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী এদিন বলেন, যে কেউ চাইলে যেমন দুর্গাপুজোয় অংশ নিতে পারেন। সেই রকমই বড়দিন অথবা মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রেও বাধা দেওয়া যায় না। মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারি ছুটি (Government Holiday) ঘোষণা প্রসঙ্গে মমতা বলেন, ‘সকল ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন, সেটা দেখেই ছুটির ক্যালেন্ডার বানানো হয়’।

Mamata Banerjee Government Holiday

মমতা এদিন জানান, তিনি ছেলেবেলা থেকে বহু বইয়ের পাতায় নানান জৈন মন্দির সম্পর্কে পড়েছেন। একাধিকবার পরেশনাথ মন্দিরেও গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘এটাই আসলে বাংলার শক্তি, যেখানে মনুষ্যত্বের পরিচয়টাই সবচেয়ে বড়। ধর্ম দিয়ে মানুষের বিচার করা যায় না’।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা তোষণের রাজনীতির অভিযোগ আনলেও, নানান সময়ে একাধিকবার সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান থেকেও সেকথা বলেন তিনি। মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে ১০ এপ্রিল ছুটি (Government Holiday) ঘোষণা করেন। ‘আমায় গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরব না’, বলেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X