বাংলা হান্ট ডেস্কঃ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যজন বিরোধী দলনেতা। এবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক এবার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার চেষ্টা করছেন। এমনকি তিনি ফের দলবদল করতে পারেন বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।
শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)!
ধর্মের ভিত্তিতে সংকীর্ণ রাজনীতির অভিযোগে মঙ্গল ও বুধবার তপ্ত হয়ে উঠেছিল রাজ্য বিধানসভা। সাসপেন্ড হওয়ার কারণে বর্তমানে অধিবেশনে অংশ নিতে পারছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। তবে বিধানসভার ভেতর প্রতিবাদে সরব হন বিজেপির বাকি বিধায়করা। গতকালও মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন হইহট্টগোল শুরু হয়।
এরপর বিরোধী শিবিরকেই প্রথম বলার সুযোগ করে দেন মমতা (Mamata Banerjee)। তখন বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিরোধী দলনেতাকে অধিবেশন কক্ষের বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে রাজ্যের শাসকদল। এরপর জবাব দিতে উঠে নাম না করেই শুভেন্দুকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ আগেই বাতিল হয়েছে সব সার্টিফিকেট! OBC শংসাপত্র মামলায় এবার যা হল হাইকোর্টে…আরও বিপাকে সরকার?
মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূলের (Trinamool Congress) সংখ্যালঘু বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা। ১০ মাস পর ক্ষমতায় এসে তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেন তিনি। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। গতকাল এই আবহেই বিধানসভায় সরব হন মমতা।
শুভেন্দুর নাম না নিয়েই মুখ্যমন্ত্রী বলেন, যিনি এসব কথা বলছেন, তাঁকে পস্তাতে হবে। তিনি তিনবার দলবদল করেছেন। তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন। আর কয়েকদিন বাদে দেখবেন অন্য দলে যাওয়ার প্রস্তাব আসবে।
এখানেই না থেমে মমতা আরও বলেন, আসলে তোমার জামা বদল হয়েছে। ভেতরে একই রয়েছে। এই জামা আবার যেন ‘লাল জামা’য় পরিণত না হয়, কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী।
এদিকে বিগত কয়েক মাস ধরে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। সুকান্ত মজুমদারে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে শুভেন্দুর নামও। গতকাল এই নিয়েও খোঁচা দেন মমতা (Mamata Banerjee)। বলেন, ‘এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন। ভগবান, সভাপতি পদ পেতে লড়াই করতে হয়?’