বাংলা হান্ট ডেস্কঃ সোমবার ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের নিয়ে সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে ডাক্তারদের (Doctors) বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গেই আরও একটি ‘সুখবর’ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা।
চিকিৎসকদের আর কোন ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে ‘চিকিৎসার অরেক নাম সেবা’ নামক একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু ঘোষণা করেন মমতা। বেতন বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস (Private Practice) সংক্রান্ত একটি নিয়মও শিথিল করার ঘোষণা করেন তিনি।
এদিনের সম্মেলনে সিনিয়র ডাক্তারদের উদ্দেশে মমতা (Mamata Banerjee) বলেন, ‘সিনিয়র চিকিৎসকদের অনুরোধ করব, দয়া করে জুনিয়রদের ওপর সবটা ছেড়ে দেবেন না। অন্তত ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন। আমার তাতে আপত্তি নেই। আপনাদের জন্য বেঁধে দেওয়া ২০ কিলোমিটারটা আমি ৩০ কিলোমিটার করে দিচ্ছি। কারণ কলকাতায় ৩০ কিমির মধ্যে অনেক হাসপাতাল রয়েছে’।
আরও পড়ুনঃ স্বাস্থ্য দফতর কেন নিজের হাতে রেখেছেন? ডাক্তারদের সম্মেলনেই এবার ‘ফাঁস’ করলেন মমতা
একইসঙ্গে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর অনুরোধ, ‘সরকারি পরিষেবা দেওয়ার সময় দয়া করে যাবেন না। প্রয়োজন পড়লে হাসপাতালে ডেকে নিন। আমাদের তো পরিকাঠামো রয়েছে। সেখানে যা করার করুন’।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে সরকারি চিকিৎসকদের (Government Doctors) প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। প্রাইভেট প্র্যাকটিসের কারণে সরকারি হাসপাতালে ডাক্তারদের দেখা মেলে না, এমন অভিযোগও উঠেছে। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘স্যালাইন কাণ্ডে’র পরেও এই তত্ত্ব সামনে আসে। এই আবহে এবার ডাক্তারদের সম্মেলন থেকে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী।
উল্লেখ্য, কয়েকমাস আগে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের বিষয়ে বেশ কিছু শর্তারোপ করেছিল স্বাস্থ্য ভবন। সেখানে বলা হয়, এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য নো অবজেকশন সার্টিফিকেট তথা এনওসি বাধ্যতামূলক। সেই সঙ্গেই সরকারি ডাক্তারদের হাসপাতালের ২০ কিমির মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করতে হবে বলে জানানো হয়। আজ সেই পরিধি আরও ১০ কিলোমিটার বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)। তবে সরকারি পরিষেবা দেওয়ার সময় চিকিৎসকরা যাতে কোথাও না যান, সেই অনুরোধ করেন তিনি।