১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ থেকে বাংলা আবাসে বাড়ি! মুর্শিদাবাদ কাণ্ডে আক্রান্তদের জন্য একাধিক বড় ঘোষণা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ টানাপড়েন, বিরোধিতা শেষে গোটা দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন (WAQF Act)। এরপর থেকেই বাংলা সহ ভারতের নানান প্রান্তে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলার জঙ্গিপুর, আমডাঙা, মুর্শিদাবাদ সহ একাধিক এলাকা। এই আবহে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে মুর্শিদাবাদ (Murshidabad Violence) অশান্তিতে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের বাংলার আবাস যোজনায় বাড়ি করে দেওয়ার ঘোষণা করেন তিনি।

আর কী কী বললেন মমতা (Mamata Banerjee)?

পূর্ব ঘোষণা মতোই এদিন ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে শান্তি, সম্প্রীতি, ঐক্যের বার্তা দেন তিনি। সেই সঙ্গেই ফের স্পষ্ট করে দেন, পশ্চিমবঙ্গ সরকার এই বিতর্কিত আইন মানবে না।

মুখ্যমন্ত্রী বলেন, ‘লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, দেশ রক্ষার। লড়াইটা আমাদের শান্তির পক্ষে, মানবিকতা, সংহতির পক্ষে’। এরপর মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে বেশ কিছু বার্তা দেন তিনি। বিজেপি, কংগ্রেসকে তুলোধোনা করার পাশাপাশি হিংসায় আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ ‘প্ল্যান করেই দাঙ্গা..,’ মুর্শিদাবাদের অশান্তি নিয়ে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। অন্যদিকে যাদের বাড়ি ভাঙা হয়েছে তাঁদের বাংলা আবাস যোজনায় ফের বাড়ি বানিয়ে দেওয়া হবে। এছাড়া যাদের দোকানের ক্ষতি হয়েছে তাঁদের জন্যেও বার্তা দেন তিনি।

মমতা বলেন, ‘আমি কোনও সম্প্রদায় হিসেবে দেখি না। আমি মানুষ হিসেবে দেখি। যারা মারা গিয়েছেন, তাঁদের সকলের পরিবারকে আমাদের সরকার ১০ লক্ষ টাকা করে দিয়ে সহায়তা করবে। যাদের বাড়ি ভেঙেছে, তাঁদের প্রত্যেককে বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাদের দোকান নষ্ট হয়েছে, তার হিসেবনিকেশ করে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন’।

CM Mamata Banerjee claims Murshidabad violence is pre planned

এদিন মুর্শিদাবাদের অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ‘পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা’ বলে দাবি করেন তিনি। একইসঙ্গে বলেন, বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানো হয়েছে। এর জন্য বিজেপিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ। উত্তপ্ত হয়ে ওঠে সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ একাধিক এলাকা। হাইকোর্টের নির্দেশ মতো সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে পুলিশও। এই আবহে মুর্শিদাবাদ কাণ্ডে আক্রান্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে একথা ঘোষণা করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X