বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই গড়ে দিয়েছেন আইনি পরামর্শদাতা কমিটি। মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয়জন মন্ত্রী। এই কমিটির কাজ কী হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকেই আইনি পরামর্শদাতা কমিটি গঠনের কথা জানান মমতা (Mamata Banerjee)!
রাজ্য সরকারের নানান দফতরের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এবার সেসব মামলার ওপর নজরদারি চালাতেই আইনি পরামর্শদাতা কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী। গতকাল মন্ত্রিসভার বৈঠকে একথা জানিয়েছেন তিনি। মুখ্যসচিবের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন রাজ্যের ছয় মন্ত্রী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক এবং শশী পাঁজা।
নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। এই দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের (Trinamool Congress) একাধিক হেভিওয়েটের। শিক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের নানান পুরসভায় নিয়োগ নিয়েও মামলা চলছে। সম্প্রতি দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই রায় আসার পরেই ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে ছাপ্পা ভোট? অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, এই টাস্ক ফোর্সে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২৫,৭৫২টি চাকরি বাতিল মামলায় মুখ্যমন্ত্রী যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে দেরি না হয়, যাতে দ্রুত কাজ করা যায়, সেদিকে নজরদারি চালাবে এই বিশেষ টাস্ক ফোর্স।
চাকরি বাতিল মামলায় এই টাস্ক ফোর্স গড়ে দেওয়ার পর এবার মন্ত্রিসভার বৈঠকে আইনি পরামর্শদাতা কমিটি তৈরি করে দিলেন মমতা (Mamata Banerjee)। এই কমিটিরও নেতৃত্ব দেবেন রাজ্যের মুখ্যসচিব। সেই সঙ্গেই রয়েছেন রাজ্যের ছয়জন মন্ত্রী। রাজ্য সরকারের সকল দফতরের বিরুদ্ধে হওয়া মামলাগুলিতে নজরদারি চালাবে এই আইনি পরামর্শদাতা কমিটি।