আপাতত গৃহবন্দিই থাকতে হবে মুখ্যমন্ত্রীকে! বৃহস্পতিবার কালীঘাটে কাদের ডেকে পাঠালেন মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে রাজ্যে শিল্প আনতে বিদেশ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ সফর সেরে ফেরার পরই হাসপাতালে ছুটতে হয় তৃণমূল সুপ্রিমোকে। জানা যায় মুখ্যমন্ত্রীর বাঁ পায়ে চোট (Left Leg Injury) থাকায় তাকে ১০ দিন বিশ্রাম (Rest) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন মমতা। সেখান থেকেই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে আরও কিছু দিন বিশ্রাম নেওয়ার প্রয়োজন রয়েছে তার। তাই অগত্যা ঘরে থেকেই রাজ্য প্রশাসনের যাবতীয় কাজ সামলাতে হবে। তাই তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডাকা হয়েছে।

কবে সেই বৈঠক? সূত্রের খবর আগামী ১২ অক্টোবর, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনের অফিসে। ইতিমধ্যেই প্রায় সকল মন্ত্রীকেই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৩০ মিনিট! রাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ, কারণ কী?

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেখানে জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷

এরপর চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। কথা মতো তাই হয়ে। বাড়ি থেকেই চলে ফিজিওথেরাপি। ছোটোখাটো একটা সার্জারিও হয়। তবে এরপরই বিশ্রাম ভুলে কাজে নামেন মমতা। তবে তিনি চোট ভুললেও, চোট তাকে ভোলেনি।

mamata

সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়েও সেই বাঁ পায়েই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ দিনের বিদেশ সফর ভালোমতো সেরে এসে এসএসকেএম হাসপাতালে যেতে হয় মমতাকে। সেখানেই চিকিৎসকেরা টানা ৩ ঘন্টা পরীক্ষা করে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর