‘বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তবে তার থেকেও ভাল করেছি’, জোর গলায় দাবি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতাকে (Kolkata) লন্ডনের (London) চেয়েও ভাল করে তুলেছেন। গতকাল ধর্না মঞ্চ থেকে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রসঙ্গত, বুধবার কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ অর্থের দাবি নিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমোর দুদিনের ধর্নার শেষ দিন ছিল কাল।

এদিন রেড রোডের ধর্নামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগেই বলেছিলাম কলকাতাকে লন্ডন করব, তার থেকেও ভাল করেছি।’ পাশাপাশি মাননীয়া আরও বলেন, ‘লন্ডনে একটা হাইড পার্ক ও কয়েকটি চিপসের দোকান রয়েছে। আমি নিজে হেঁটে দেখে এসেছি। আর আমাদের ইকো ট্যুরিজম পার্কটি গিয়ে দেখে আসুন।’

প্রসঙ্গত, ক্ষমতায় আসলে মহানগরীকে লন্ডন করে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাননীয়ার এই মন্তব্য নিয়ে কম চৰ্চা হয়নি। ক্ষমতায় আসায় এক দশক পরেও মমতা নিজের প্রতিশ্রুতির ধারের কাছেও যেতে পারেননি বলে দাবি বিরোধীদের। তবে এদিন ধর্না মঞ্চ থেকে মোমোটাত সাফ বার্তা তিনি লন্ডন নয়, তার থেকে আরও ভাল করেছেন কলকাতাকে।

শুধু তাই নয়, এদিন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কথাও তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। প্রশংসা করতে গিয়ে বাম ও কংগ্রেস সরকারের সাথেও তুলনা করেন। কেন্দ্রের মোদী সরকারের ওপরও আক্রমণ শানান তিনি। বলেন, ‘ওঁরা তো বিমান কেনা ও পার্লামেন্টের নামে বাড়ির ভিতর পর্যন্ত সুড়ঙ্গ বানায়।’

mamata dharna

দুদিনের ধর্নায় মুখ্যমন্ত্রীর কথায় লাগাতার উঠে এসেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। সেই প্রসঙ্গেই সুর চড়িয়ে মমতা বলেন, ‘রাজ্যের প্রাপ্য টাকা জিএসটি-র মাধ্যমে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে। রাজ্যের প্রাপ্য কেন্দ্র দিচ্ছে না। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবেদন জানিয়েছি। আমাদের সাংসদরা গিয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।’

বহুদিন ধরে আটকে রয়েছে বাংলার একশো দিনের কাজের টাকা। সেই প্রসঙ্গ তুলে এদিন বিজেপি সরকারের সঙ্গে মহম্মদ বিন তুঘলকের শাসনের তুলনা করে বসেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘কখনও রাজধানী কলকাতা, কখনও দিল্লি। ওর মনে হল, করলেন। এই বিজেপি সরকারও তাই। …বাংলা ১০০ দিনের কাজে পাঁচ বার প্রথম হওয়ার পরেও সব টাকা বন্ধ। মানুষকে কাজ করিয়ে নিয়েও তাদের ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়নি।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর